Header Ads






ছড়া

আহসান হাবীব কিডস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Published : 2 Jan 2018, 06:07 PM Updated : 2 Jan 2018, 06:08 PM অলংকরণ: শিল্পী সমর মজুমদারঅলংকরণ: শিল্পী সমর মজুমদারঅলংকরণ: শিল্পী সমর মজুমদার অলংকরণ: শিল্পী সমর মজুমদারঅলংকরণ: শিল্পী সমর মজুমদারঅলংকরণ: শিল্পী সমর মজুমদার ঝাউয়ের শাখায় শন শন শন মাটিতে লাটিম বন বন বন বাদলার নদী থৈ থৈ থৈ মাছের বাজার হৈ হৈ হৈ। ঢাকিদের ঢাক ডুমডুমাডুম মেঘে আর মেঘে গুড়ুমগুড়ুম দুধকলাভাত সড়াত সড়াত আকাশে বাজে চড়াৎ চড়াৎ। ঘাস বনে সাপ হিস হিস হিস কানে কানে কথা ফিস ফিস ফিস কড়কড়ে চটি চটাস চটাস রেগেমেগে চড় ঠাস ঠাস ঠাস। খোপের পায়রা বকম বকম বিয়েমজলিশ গম গম গম ঘাটের কলসি বুট বুট বুট আঁধারে ইঁদুর কুট কুট কুট। বেড়ালের ছানা ম্যাও ম্যাও ম্যাও দু দিনের খুকু ওঁয়াও ওঁয়াও।

No comments

Powered by Blogger.