কোন দেশে
কোন দেশে।
সত্যেন্দ্রনাথ দত্ত।
কোন দেশেতে তরুলতা,
সকল দেশের চাইতে শ্যামল।
কোন দেশেতে চলতে গেলেই,
দলতে হয় রে দূর্বা কোমল।
কোথায় ফলে সোনার ফসল,
সোনার কমল ফোটে রে।
সে আমার বাংলাদেশ,
আমাদেরই বাংলা রে।
কোথায় ডাকে দোয়েল-শ্যামা,
ফিঙে নাচে গাছে গাছে।
কোথায় জলে মরাল চলে,
মরালী তার পাছে পাছে।
বাবুই কোথা বাসা বোনে,
চাতক বারি যাচে রে।
সে আমার বাংলাদেশ,
আমাদেরই বাংলা রে।
No comments