Header Ads






ভর দুপুর

ভর দুপুরে।
আল মাহমুদ।

মেঘনা নদীর শান্ত মেয়ে তিতাসে,
মেঘের মতো পাল উড়িয়ে কী ভাসে।

মাছের মতো দেখতে এ কোন পাটুনী,
ভর দুপুরে খাটছে সখের খাটুনি।

ওমা এ-যে কাজল বিলের বোয়ালে,
পালের দড়ি আঁটকে রেখে চোয়ালে।

আসছে ধেয়ে লম্বা দাড়ি নাড়িয়ে,
ঢেউয়ের বাড়ি নাওয়ের সারি ছাড়িয়ে।

কোথায় যাবে কোন উজানে ও-মাঝি,
আমার কোলে খোকন নামের যে পাজি।

হাসছে, তারে নাও না তোমার নায়েতে,
গাঙ, শুশুকের স্বপ্নভরা গাঁয়েতে।

সেথায় নাকি শালুক পাতার চাদরে,
জলপিপিরা ঘুমায় মহা আদরে।

শাপলা ফুলের শীতল সবুজ পালিশে,
থাকবে খোকন ঘুমিয়ে ফুলের বালিশে।

No comments

Powered by Blogger.