Header Ads






ভর দুপুর

ভর দুপুরে - আল মাহমুদ মেঘনা নদীর শান্ত মেয়ে তিতাসে মেঘের মতো পাল উড়িয়ে কী ভাসে। মাছের মতো দেখতে এ কোন পাটুনী ভর দুপুরে খাটছে সখের খাটুনি। ওমা এ-যে কাজল বিলের বোয়ালে পালের দড়ি আঁটকে রেখে চোয়ালে আসছে ধেয়ে লম্বা দাড়ি নাড়িয়ে, ঢেউয়ের বাড়ি নাওয়ের সারি ছাড়িয়ে। কোথায় যাবে কোন উজানে ও-মাঝি আমার কোলে খোকন নামের যে পাজি হাসছে, তারে নাও না তোমার নায়েতে গাঙ, শুশুকের স্বপ্নভরা গাঁয়েতে; সেথায় নাকি শালুক পাতার চাদরে জলপিপিরা ঘুমায় মহা আদরে, শাপলা ফুলের শীতল সবুজ পালিশে থাকবে খোকন ঘুমিয়ে ফুলের বালিশে।

No comments

Powered by Blogger.