স্বাধীনতার সুখ
স্বাধীনতার সুখ।
রজনীকান্ত সেন।
বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়াই,
কুঁড়ে ঘরে থেকে করো, শিল্পের বড়াই।
আমি থাকি মহাসুখে, অট্টালিকার পরে,
তুমি কত কষ্ট পাও, রোদ বৃষ্টি ঝড়ে।
বাবুই হাসিয়া কহে - সন্দেহ কি তায় ?
কষ্ট পাই তবু থাকি, নিজেরো বাসায়।
পাকা হোক তবু ভাই, পরের ও বাসা,
নিজ হাতে গড়া মোর, কাঁচা ঘর খাসা।
No comments