Header Ads






কানা বগীর ছা

কানা বগীর ছা।
খান মুহম্মদ মঈনুদ্দীন।

ঐ দেখা যায় তাল গাছ,
ঐ আমাদের গাঁ।

ঐ খানেতে বাশ করে,
কানা বগীর ছা।

ও বগী তুই খাস কী ?
পানতা ভাত চাস কি ?

পানতা আমি খাই না,
পুঁটি মাছ পাই না।

একটা যদি পাই,
অমনি ধরে গাপুশ গুপুশ খাই।

No comments

Powered by Blogger.