Header Ads






হনহন পনপন

হনহন পনপন।
সুকুমার রায়।

চলে হনহন,
ছোটে পনপন।

ঘোরে বনবন,
কাজে ঠনঠন।

বায়ু শনশন,
শীতে কনকন।

কাশি খনখন,
ফোঁড়া টনটন।

মাছি ভনভন,
থালা ঝন ঝন।

No comments

Powered by Blogger.