Header Ads






চলচল

চল চল।
কাজী নজরুল ইসলাম।

চল চল চল,
ঊর্ধ্ব গগনে বাজে মাদল,
নিম্নে উতলা ধরণি তল,
অরুণ প্রাতের তরুণ দল,
চল রে চল রে চল,
চল চল চল।

ঊষার দুয়ারে হানি' আঘাত,
আমরা আনিব রাঙা প্রভাত,
আমরা টুটাব তিমির রাত,
বাধার বিন্ধ্যাচল।

নব নবীনের গাহিয়া গান,
সজীব করিব মহাশ্মশান,
আমরা দানিব নতুন প্রাণ,
বাহুতে নবীন বল!
চল রে নও-জোয়ান,
শোন রে পাতিয়া কান,
মৃত্যু-তরণ-দুয়ারে দুয়ারে,
জীবনের আহবান।
ভাঙ রে ভাঙ আগল,
চল রে চল রে চল,
চল চল চল।

No comments

Powered by Blogger.