MS WORD এ ভগ্নাংশ কিভাবে লিখতে হয় শিখে নিন।
    
  
 MS Word  অন করার পর  Page Leyout  অপসনে গিয়ে  Page Size  ও  Margin  ঠিক করে নিতে হবে। 
  এরপর  Page Header  লিখে নিতে হবে। ও একবার  Enter  এ ক্লিক করতে হবে।
  টেবিলের প্রয়োজন হলে টেবিল ছক তৈরি করে নিতে হবে। 
  টেবিল ছক তৈরি করতে  Insert  অপসনে ক্লিক করতে হবে। তারপর  Table  অপসনে ক্লিক করে প্রয়োজন মতো টেবিল ছক তৈরি করে নিতে হবে। 
  যেখানে ভগ্নাংশ হিসাবে লিখতে চান সেখানে মাউচের কার্সার নিয়ে গিয়ে ক্লিক করতে হবে এবং  Insert  অপসনে ক্লিক করতে হবে। 
  তারপর  Equation  অপসনে ক্লিক করতে হবে।  x/y Fraction  অপসনে ক্লিক করে, প্রথম ঘরে ক্লিক করতে হবে। 
  এরপর ভগ্নাংশের একটি ঘর দেখতে পাবেন। ভগ্নাংশের উপরের ঘরে  1  লিখুন ও নিচের ঘরে  2  লিখুন। 
  এরপর ভগ্নাংশের সম্পূর্ণ লেখাটি  Select  করে  abc Normal Text  অপসনে ক্লিক করতে হবে। 
  তারপর  Home  অপসনে ক্লিক করতে হবে ও বাংলা ফন্ট  Select  করে নিতে হবে। তাহলে আপনার কাঙ্খিত লেখাটি বাংলা হয়ে যাবে।
  এরপর ভগ্নাংশের উপরের ঘরে ক্লিক করে লেখাটি পরিবর্তন করতে পারবেন। একই ভাবে নিচের ঘরে ক্লিক করে লেখাটি পরিবর্তন করতে পারবেন। 
  
অথবা
 Ctrl + F9  টিপার পর {} দ্বিতীয় বন্ধনী আসবে। তার মাঝখানে ঠিক  eq \f(1,2)  এভাবে লিখতে হবে। 
  
উদহারণঃ-  {eq \f(1,2)}  
  
এরপর লেখাটির উপর রাইট ক্লিক করে  Toggle Field Codes  লেখাটির উপর লেফট ক্লিক করতে হবে। 
তাহলে আপনার কাঙ্খিত লেখাটি ভগ্নাংশের পরিবর্তন হয়ে যাবে। 
এরপর আপনি চাইলে লেখাটি  Select  করে ইংরেজি ফন্ট বা বাংলা ফন্ট পরিবর্তন করতে পারবেন। 

No comments