Header Ads






Seizure List || ❝ জব্দ তালিকা ❞


জব্দ তালিকার নমুনা
সূত্র। র‍্যাব ফোর্সেস ট্রেনিং স্কুল, পোড়াবাড়ী বাজার, গাজীপুর এর কন্ট্রোল রুমের সাধারণ ডায়েরী নং-২৪৭, তারিখ ইং ১৫/০৮/২০১৫

১। জব্দ করার তারিখ ও সময়ঃ ইং ১৫/০৮/২০১৫ তাং ১৪৩০ ঘটিকা।

২। জব্দ করার স্থানঃ গাজীপুর জেলাধীন জয়দেবপুর থানার অন্তর্গত রহিম (৩৫), পিং-করিম, সাং-পোড়াবাড়ী এর পোড়াবাড়ী বাজারস্থ টিনের দোকান ঘর।

৩। স্বাক্ষীদের নাম ও ঠিকানা।
ক। নামঃ- পিলু (২৬)
পিতাঃ- মোঃ কাদের,
সাং -পোড়াবাড়ী,
থানা-জয়দেবপুর,
জেলা- গাজীপুর ।
খ। নামঃ- মোঃ আনোয়ার (৪২)
পিতাঃ- মৃত রহমান
সাং -পোড়াবাড়ী,
থানা-জয়দেবপুর,
জেলা- গাজীপুর ।
গ। নামঃ রফিকুল (২২)
পিতাঃ- আনু মিয়া
সাং -পোড়াবাড়ী,
থানা-জয়দেবপুর,
জেলা- গাজীপুর ।

৪। জব্দকৃত মালামালের বর্ণনা।
ক) ১০০ (একশত) টি ইয়াবা যার ওজন ০৫ (পাঁচ) গ্রাম এবং যার প্রতিটির মূল্য অনুঃ ৩৫০ টাকা।
খ) ২৫ (পঁচিশ) গ্রাম হেরোইন। যার মূল্য আনুঃ ২৫০০০ টাকা। যাহা ধৃত আসামী রাকিব (৩৬) এর পরিহিত প্যান্টের ডান পকেট হতে আসামীর নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে জব্দ করা হইল।


৫। স্বাক্ষীদের দস্তখত ।
ক।
খ।
গ।


প্রস্তুতকারী
স্বাক্ষর
নামঃ মোঃ জুনেব খান
পদবীঃ এসআই(নিঃ)
র‍্যাব ফোর্সেস ট্রেনিং স্কুল,
পোড়াবাড়ী, গাজীপুর।

No comments

Powered by Blogger.