Header Ads






Application 📌 || ❝ দরখাস্ত ❞

বরাবর,
ডেপুটি কমান্ডেন্ট
র‍্যাব ফোর্সেস ট্রেইনিং স্কুল
পোড়াবাড়ী গাজীপুর।
মাধ্যমঃ- যথাযথ কর্তৃপক্ষ
বিষয়ঃ সাপ্তাহিক ছুটির অনুমতির আবেদন প্রশঙ্গে।

জনাব,
যথা বিহীত সম্মান প্রদর্শন পূর্বক এই যে, আমি কনস্টেবল / ৬৭০০ মোঃ মাসুম বিল্লাহ। বিপিঃ- ৯৭১৭১৮৫০০০ বর্তমানে আপনার অধিনস্ত র‍্যাব ফোর্সেস ট্রেইনিং স্কুল পোড়াবাড়ি গাজীপুর ওরিয়েন্টন কোর্স ৩৪/২৩ কোর্সে কর্মরত আছি। এমতা অবস্থায় আমি ০১/০৯/২০২৩ ইং তারিখ হইতে ০২/০৯। ২০২৩ ইং তারিখ পর্যন্ত মোট ০২ (দুই) দিনের ছুটি যাইতে একান্ত ইচ্ছুক।

অতএব, উক্ত বিষয়টি বিবেচনাপূর্বক যাহাতে ০২ (দুই) দিনের সাপ্তাহিক ছুটি যাইতে পারি তাহার সু-ব্যবস্থাদানে জনাবের একান্ত মর্জি কামনা করছি।

No comments

Powered by Blogger.