Header Ads






সাথী হারা মন = পাঠ - ৩ || Sathi-Hara-mon-3

সে অনেক মেয়ে দেখে কিন্ত কোনো মেয়ে তার চোখে পড়ে না।মাঝে মাঝে দু একটা মেয়ে চোখে পড়ে বটে কিন্ত তাকে সে কিছুই বলে না। শুধুই তাকে দেখে যায়। সেটা দূর থেকে হোক আর কাছ থেকেই হোক। বলতে পারো তার এ ব্যাপারে কোনো হিম্মত নেই। কিন্ত আসল কথা হলো সে আশায় আছে। যে, কোনো না কোনো একদিন কোনো মেয়ে তাকে অফার করবে। প্রেমের প্রস্তাব দেবে। তাই সে কাওকে কিছুই বলে না। শুধুই দেখে যায়। সে ভাবে আল্লাহু তায়ালা - প্রত্যেক পুরুষের জন্য একজন স্ত্রী অথবা প্রত্যেক স্ত্রীর জন্য একজন পুরুষ নির্ধারণ করে রেখেছেন। তেমনি প্রেম ভালোবাসার ভিতরে এ রকম নিয়মও নির্ধারণ থাকতে পারে। যে একজন যুবক একজন যুবতীর জন্য অথবা একজন যুবতী একজন যুবকের জন্য আল্লাহু তায়ালা নির্ধারণ করে রেখেছেন। তো যাই হোক সে এভাবে শূন্য মনে একাকী জীবন যাপন করতে থাকে।
সে দেখে বন্ধুরা প্রেম করছে। যে যার মতো তার প্রেমিকার সাথে কথা বলছে, হাসাহাসি করছে, একে অপরকে দেখছে। মনের যতো জমানো কথা একে অপরের সাথে বিনিময় করছে। এখন আধুনিক যুগ পেরিয়ে ডিজিটাল যুগে এসে পৌছেছে। সবার হাতে হাতে আছে সেল ফোন। যার যখন ইচ্ছা হয়, তার ভালোবাসার মানুষের সাথে কথা বলে। নানান রকম ম্যাসেজ দেয়। আরো কতো কি। তাদের মতো মুন্নারও একটা সেল ফোন আছে। সেও তাদের মতো ব্যবহার করে। নানান জিনিসের ছবি উঠায়, গান শোনে, ভিডিও দেখে। কিন্ত সবার মতো তার নেই শুধু মনের মানুষ। সবার সাথে সব দিক থেকে মিল থাকলেও এই দিকটায় কোনো মিল নেই। মনের মানুষ না থাকায় তার কোনো দুঃখ নেই। আজ নেইতো কি হয়েছে।কালতো হবে। কাল যদি না হয় পরশু হবে।পরশু যদি না হয়, একদিন না একদিন মনের মানুষ মনের কাছে এসে ধরা দেবেই। কারন বহু কাল থেকেই একটা রিতি চলে আসছে। প্রত্যেক মানুষের জীবনে একবার প্রেমের ফুল ফোটে। সে ফুল ঝরে যাওয়ার আগেই খুজে ন্যায় তার মনের ফুল বাগানের মালিকে। যে তার মনের বাগানের সব ফুল একত্রিত করে মালা বানিয়ে গলায় পরবে। মুন্নাও এ কাজে পিছিয়ে নেই। দিনরাত খুজে বেড়ায় মনের মানুষকে। কিন্ত কোনো ভাবেই খুজে পাইনা সে তার মনের রাজকুমারীকে।কথায় আছে,
"বর পাওয়া গেলোতো ঘর পাওয়া গেলোনা আর
ঘর পাওয়া গেলোতো বর পাওয়া গেলোনা।"
ঠিক তেমনি মেয়ে পাওয়া গেলোতো তার আচার ব্যবহার ভালোনা আর আচার ব্যবহার ভালোতো মেয়ে ভালোনা। যদিও মনে মনে মনের মানুষ খুজতো, তবে তার মনে একটা ইচ্ছা ছিলো। প্রেম করবোনা তবে আমি নিজে কাওকে আগে প্রেমের প্রস্তাব দেবোনা। যদি কোনো মেয়ে আমাকে প্রেমের প্রস্তাব দ্যায় তবে আমি তার প্রস্তাব গ্রহণ করবো। তাই সে দেখতে শুনতে যে রকমই হোকনা কেন। হোক চেহারা খারাপ, হোক কালো, হোক মোটা বা চিকন, হোক খাটো বা লম্বা। সে যে রকম হোকনা কেনো আমি তাকে মনে প্রাণে গ্রহণ করবো। জীবনের বিনিময়ে হলেও আমার ভালোবাসা দিয়ে তার ভালোবাসাকে জয় করবো। শুধু তাই নয়। তাকে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করে সারা জীবন ভালোবাসার সাগরে ভাসিয়ে রাখবো। বেশি সুখ না দিতে পারলেও কখনো দুঃখ কি তাকে বুঝতে দেবোনা। তাকে সারাক্ষণ আমার চোখের মনি করে রাখবো। কখনই তার মনে দুঃখ দেবোনা। প্রয়োজনে সুখটুকু দুজনে ভাগ করে নেবো কিন্ত দুঃখ গুলো আমার অন্তরে সারা জীবন কবর দিয়ে রাখবো।

পূর্ববর্তী

পরবর্তী

No comments

Powered by Blogger.