Header Ads






Pirit Korish Na || ❝ পিরিত করিস না ❞


পিরিত করিস না

জুবিন গাৰ্গ

♬♬
ওরে মন মনের কথা কেন বলিস না
মনে যদি না সয় ব্যাথা ভালোবাসিস না
নারে নারে নারে ও মন পিরিত করিস না
নারে নারে নারে ও মন পিরিত করিস না
নারে নারে নারে ও মন পিরিত করিস না
নারে নারে নারে ও মন পিরিত করিস না
হিয়া জলে - হিয়া জ্বলে
নেভে না যে - আঁখি জলে
ওরে মন পথের ধুলোয় - স্মৃতির মেলায় - যাবার বেলায - পিছু ডাকিস না
নারে নারে নারে ও মন পিরিত করিস না
নারে নারে নারে ও মন পিরিত করিস না
নারে নারে নারে ও মন পিরিত করিস না
নারে নারে নারে ও মন পিরিত করিস না

এই প্রেম যে সুখের নামে - শুধু দুঃখ দিতে জানে
তবে সুখের সেদিন ভুলবো কি করে - কি করে - কি করে
তার স্বপ্ন নিয়ে চোখে - আজ ওঠেরে ঝড় বুকে
আমি দূরে সরে থাকবো কি করে - কি করে
হিয়া জলে - হিয়া জ্বলে
নেভে না যে - আঁখি জলে
ওরে মন পথের ধুলোয় - স্মৃতির মেলায় - যাবার বেলায - পিছু ডাকিস না
নারে নারে নারে ও মন পিরিত করিস না
নারে নারে নারে ও মন পিরিত করিস না
নারে নারে নারে ও মন পিরিত করিস না
নারে নারে নারে ও মন পিরিত করিস না

এই প্রেমযে অবুঝ পাখি - যদি বুকের খাচায় রাখি
ওই দুরের আকাশ তাকে ডাকেরে - ডাকেরে - ডাকেরে
জানি সময় জোয়ার ভাটা - থাকে গোলাপ ফুলেও কাটা
তবু মনযে তারি ছবি আকেরে - আকেরে
হিয়া জলে - হিয়া জ্বলে
নেভে না যে - আঁখি জলে
ওরে মন আশায় আশায় - ব্যথার ভাষায় - ভালোবাসায় - দুঃখ লিখিসনা
নারে নারে নারে ও মন পিরিত করিস না
নারে নারে নারে ও মন পিরিত করিস না
নারে নারে নারে ও মন পিরিত করিস না
নারে নারে নারে ও মন পিরিত করিস না
♬♬



No comments

Powered by Blogger.