তুমি আমার সুধু আমার

তুমি আমার সুধু আমার
জনি খন্দকার ও মোহনা
♬♬
হো - তোমার প্রেমের ঘ্রাণ নিয়েছি -
এই দেহে তাই প্রান পেয়েছি (২)
হৃদয়ে তোমারি নাম লিখেছি (২)
তুমি আমার শুধু আমার -
আমি তোমার শুধু তোমার (২)
হে হে হে..... হে - হে হে হে
আমাকে ভুলে যেওনা -
বিরহের গান গেওনা (২)
কখনো দুঃখ পেওনা
কখনো না
তুমি আমার শুধু আমার -
আমি তোমার শুধু তোমার (২)
তুমি আমার শুধু আমার
আমি তোমার শুধু তোমার
হো হোহো হো হো হোহো
তোমাকে ছেড়ে যাবোনা -
এত প্রেম আর পাবোনা (২)
তুমি
যে কারণেই হোক - তোমার ভালবাসাকে উপেক্ষা করে আমি শুধু নিজের কথাই ভেবেছি
তোমার ভালোবাসা দেখেও দেখিনি তুমি চাইলে তো সেদিন প্রতিশোধে নিতে পারতে
প্রতিশোধ
ভালোবাসায় প্রতিশোধের কোন জায়গা নেই
এখন আমি কি করবো
মানে
এখন আমিও তো তোমাকে খুব ভালোবাসি
সেদিন চেয়েও বলতে পারেনি - আজ বলতে আর কোন বাধা নেই
কিন্তু আমার এই অনিশ্চিত জীবনের সাথে তোমাকে জড়াতে চাই না
তুমি ফিরে যাও
আমাকে ভেবে তোমার নতুন জিবনটা নষ্ট করো না
তুমি খুব ভালো থেকো
সেদিনও চেয়েছিলাম - আজও চাই
তোমায় হারাতে দেবোনা
কখনো না
তুমি আমার শুধু আমার -
আমি তোমার শুধু তোমার
নতুন জীবনের কথা ভেবে - একদিন ঠিকই আমাকে ভুলে যেতে হবে
ভুলবো কিভাবে
আমি যে সব ছেড়ে - তোমায় ভালোবেসে তোমার কাছে ফিরে এসেছিলাম
হে হে হে..... হে - হে হে হে
♬♬
No comments