আমার ভিতর তুমি থাকো

আমার ভিতর তুমি থাকো
ইলিয়াস ও কেয়া
♬♬
আমার ভেতর তুমি থাক - তোমার ভেতর আমি
দূরে গেলে ভালবাসা - মরন হবে জানি
আমার ভেতর তুমি থাক - তোমার ভেতর আমি
দূরে গেলে ভালবাসা - মরন হবে জানি
জনম জনম থেকো পাশে - ভুলনা আমায়
আমি বাসবো ভাল শুধু যে তুমায়
জনম জনম থেকো পাশে - ভুলনা আমায়
আমি বাসবো ভাল শুধু যে তুমায়
চন্দ্র যেমন রাতের সাথে - লুকোচুরি খেলে
অবুঝ মনটা আমার - গোপনে তোমার কথাই বলে
চন্দ্র যেমন রাতের সাথে - লুকোচুরি খেলে
অবুঝ মনটা আমার - গোপনে তোমার কথাই বলে
জনম জনম থেকো পাশে - ভুলনা আমায়
আমি বাসবো ভাল শুধু যে তুমায়
জনম জনম থেকো পাশে - ভুলনা আমায়
আমি বাসবো ভাল শুধু যে তুমায়
দূর পাহাড়ের ঝরনা ধারা - আড়ালে হাসে
অবুঝ প্রাণটা আমার নীরবে - তুমায় ভালবাসে
দূর পাহাড়ের ঝরনা ধারা - আড়ালে হাসে
অবুঝ প্রাণটা আমার নীরবে - তুমায় ভালবাসে
জনম জনম থেকো পাশে - ভুলনা আমায়
আমি বাসবো ভাল শুধু যে তুমায়
জনম জনম থেকো পাশে - ভুলনা আমায়
আমি বাসবো ভাল শুধু যে তুমায়
আমার ভেতর তুমি থাক - তোমার ভেতর আমি
দূরে গেলে ভালবাসা - মরন হবে জানি
আমার ভেতর তুমি থাক - তোমার ভেতর আমি
দূরে গেলে ভালবাসা - মরন হবে জানি
জনম জনম থেকো পাশে - ভুলনা আমায়
আমি বাসবো ভাল শুধু যে তুমায়
জনম জনম থেকো পাশে - ভুলনা আমায়
আমি বাসবো ভাল শুধু যে তুমায়
♬♬
No comments