Header Ads






প্রভাতী


প্রভাতী
কাজী নজরুল ইসলাম

ভোর হলো দোর খোলো
খুকুমণি ওঠরে,
ঐ ডাকে যুঁই-শাখে
ফুল-খুকি ছোটরে।
খুলি হাল তুলি পাল
ঐ তরী চলল,
এইবার এইবার
খুকু চোখ খুলল।

রবি মামা দেয় হামা
গায়ে রাঙা জামা ঐ,
দারোয়ান গায় গান
শোন ঐ, রামা হৈ।
ত্যাজি নীড় করে ভিড়
ওড়ে পাখি আকাশে,
এন্তার গান তার
ভাসে ভোর বাতাসে।
চুলবুল বুলবুল

No comments

Powered by Blogger.