mn
Media screen landscape & portrait
Media only screen
Rab Reson || ❝ র্যাব রেসন ❞
Advance 43
Animation 42
Advance 5
Animation 41
Tamil Nayok & Nayeka Name List || ❝ তামিল নাইক ও নায়িকাদের নামের তালিকা ❞
FB
Rations for police and RAB members || ❝ পুলিশ এবং র্যাব সদস্যদের রেশন ❞
Facebook & TikTok Status
111-vivace Fpnt
Oleoscript Font
News Tickers
Dropdown menu
Text to Speech Converter using HTML, CSS & Javascript || ❝ HTML, CSS এবং Javascript ব্যবহার করে টেক্সট টু স্পিচ কনভার্টার ❞
Vip Advance Table Filter Bangla
Tooltip
Dropdown Menu 2
Dropdown dark/light - pure css
Hmnvjmvdgj
HhhhhhhEeeeeeee
Oooo
Zzzzz
জোনাকিরা
আহসান হাবীব
তারা- একটি দুটি তিনটি করে এলো
তখন- বৃষ্টি-ভেজা শীতের হাওয়া
বইছে এলোমেলো,
তারা- একটি দু’টি তিনটি করে এলো।
থই থই থই অন্ধকারে
ঝাউয়ের শাখা দোলে
সেই- অন্ধকারে শন শন শন
আওয়াজ শুধু তোলে।
ভয়েতে বুক চেপে
ঝাউয়ের শাখা , পাখির পাখা
উঠছে কেঁপে কেঁপে ।
তখন- একটি দু’টি তিনটি করে এসে
এক শো দু শো তিন শো করে
ঝাঁক বেঁধে যায় শেষে
তারা- বললে ও ভাই, ঝাউয়ের শাখা,
বললে, ও ভাই পাখি,
অন্ধকারে ভয় পেয়েছো নাকি ?
যখন- বললে, তখন পাতার ফাঁকে
কী যেন চমকালো।
অবাক অবাক চোখের চাওয়ায়
একটুখানি আলো।
যখন- ছড়িয়ে গেলো ডালপালাতে
সবাই দলে দলে
তখন- ঝাউয়ের শাখায়- পাখির পাখায়
হীরে-মানিক জ্বলে।
যখন- হীরে-মানিক জ্বলে
তখন- থমকে দাঁড়াঁয় শীতের হাওয়া
চমকে গিয়ে বলে-
খুশি খুশি মুখটি নিয়ে
তোমরা এলে কারা?
তোমরা কি ভাই নীল আকাশের তারা ?
আলোর পাখি নাম জোনাকি
জাগি রাতের বেলা,
নিজকে জ্বেলে এই আমাদের
ভালোবাসার খেলা।
তারা নইকো- নইকো তারা
নই আকাশের চাঁদ
ছোট বুকে আছে শুধুই
ভালোবাসার সাধ।
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments