Shikol Beri - 2 || ❝ শিকল বেরি - ২ ❞

শিকল বেরি - ২
শিমুল হাসান
𝄞𝄞 ♬♬ 𝄞𝄞
শিকল বেরি দিলেই কি আর
কাউরে বাইন্ধা রাখা যায়।
শিকল বেরি দিলেই কি আর
কাউরে বাইন্ধা রাখা যায়
যদি থাকিতে না চায়।
কি লাভ হইলো শিকল বেরি
দিয়া পাখির পায়।
আমার মন ভোলা পাখি টা
এখন উড়িয়া বেড়ায়
কি লাভ হইলো শিকল বেরি
দিয়া পাখির পায়।
কি লাভ হইলো শিকল বেরি
দিয়া পাখির পায়।
জংলার পাখি মন বুঝে না
থাকিয়াও পিঞ্জিরায়।
আমি ছাড়াও পাখিটারে
কে জন পোষ মানায়।
জংলার পাখি মন বুঝে না
থাকিয়াও পিঞ্জিরায়।
আমি ছাড়াও পাখিটারে
কে জন পোষ মানায়।
পাখি কথা রাখে নাই রে।
কথা রাখে নাই।
কি লাভ হইলো শিকল বেরি
দিয়া পাখির পায়।
কি লাভ হইলো শিকল বেরি
দিয়া পাখির পায়।
কুমার যেমন, পোড়ায় ঘঁটি
আমার তেমন হাল।
কে জানিতো তার পিরিতে
পুড়িবে কপাল।
কুমার যেমন পোড়ায় ঘঁটি
আমার তেমন হাল।
কে জানিতো তার পিরিতে
পুড়িবে কপাল।
মল্লিক কান্দে সর্ব দায়।
পাখি আয়রে ফিরে আয়।
লাভ কি হইলো শিকল বেরি
দিয়া পাখির পায়।
কি লাভ হইলো শিকল বেরি
দিয়া পাখির পায়।
শিকল বেরি দিলেই কি আর
কাউরে বাইন্ধা রাখা যায়।
যদি থাকিতে না চায়
কি লাভ হইলো শিকল বেরি
দিয়া পাখির পায়।
আমার মন ভোলা পাখি টা
এখন উড়িয়া বেড়ায়।
কি লাভ হইলো শিকল বেরি
দিয়া পাখির পায় (৪)
𝄞𝄞 ♬♬ 𝄞𝄞
No comments