Misti Kokil || ❝ মিষ্টি ককিল ❞
মিষ্টি ককিল।
মিষ্টি ককিল ঘুম ভাঙ্গায় যে, প্রতি সকাল বেলা।
নানান ভাবে ডাকে সেজে, করে কতো খেলা।
বেলা গড়ালে অমনি আসে, কাকের মতো পাখি।
মিষ্টি ককিল পালায় তখন, কতো কিযে বাকি।
কাক পাখিটা কা কা করে, খায় শুধু কান মাথা।
তখনো যে মনের ভিতর, মিষ্টি সুরে গাথা।
রাতের বেলা ঝিঁঝিঁ পোকাও, কাকের মতো করে।
বেসুরো গলায় চি চি ডাকে, কান মাথা যে ধরে।
চি চি ডাকে সময় গেলে, কখন যে ঘুমায় পড়ি।
বারবার কেনো চোখে পড়ে, দেওলের ঐ ঘড়ি।
বৃষ্টির দিনে মিষ্টি ককিল, মিষ্টি গান না গায়।
অপেক্ষাম মন বিচলিত, কখন যে দেখা পায়।
মিষ্টি ককিল মিষ্টি ককিল, আসবে তুমি কখন ?
অসময়ে কাক পাখিটা, সামনে রবে যখন ?
ময়না ককিল কাওকে যখন, সামনে নাহি দেখি।
অশান্ত মন শান্ত করায়, নিজে থেকে ডাকি।
ময়না ককিল খুশি রাখতে, কতো কি যে কিনি।
কল্পনায় নয় বাস্তবে যে, আমি শোভা শীনি।
No comments