১. প্রশ্নঃ- র্যাব [RAB] এর পূর্ণ রুপ কি ?
উত্তরঃ- র্যাপিড একশন ব্যাটালিয়ন [Rapid Action Battalion]
২. প্রশ্নঃ- র্যাব গঠিত হয় কত সালে ?
উত্তরঃ- গঠিত হয় ২৬ মার্চ ২০০৪ । কার্যক্রম শুরু হয় ১৪ এপ্রিল ২০০৪ । অপারেশন কার্যক্রম শুরু হয় ২৬ জুন ২০০৪
৩. প্রশ্নঃ- র্যাবের প্রধান কাজ কি ?
উত্তরঃ- সন্ত্রাস দমন।
৪. প্রশ্নঃ- র্যাবের মদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তরঃ- কুর্মিটোলা, উত্তরা, ঢাকা।
৫. প্রশ্নঃ- বর্তমান র্যাব প্রধানের নাম কি ?
উত্তরঃ- অতিঃ আইজিপি এ কে এম শহিদুর রহমান। পিপিএম, এনডিসি, মহাপরিচালক, র্যাব ফোর্সেস।
৬. প্রশ্নঃ- প্রথম র্যাব প্রধানের নাম কি ?
উত্তরঃ- অতিঃ আইজিপি আনোয়ার ইকবাল।
৭. প্রশ্নঃ- র্যাব প্রধানকে সংক্ষেপে ও বর্ধিতরুপে কি বলে ?
উত্তরঃ- সংক্ষেপে ডিজি ও বর্ধিতরুপে ডিরেক্টর জেনারেল বলে।
৮. প্রশ্নঃ- র্যাব প্রধানকে বাংলায় কি বলে ও তার পদবী কি ?
উত্তরঃ- মহাপরিচালক র্যাব। পদবীঃ- অতিঃ মহা-পরিদর্শক, বাংলাদেশ পুলিশ।
৯. প্রশ্নঃ- র্যাবের চৌকস কর্মদক্ষতা ও সাফল্যের জন্য র্যাবকে কি নামে ডাকা হয়।
উত্তরঃ- এলিট ফোর্স।
১০. প্রশ্নঃ- র্যাব ৮ এর অধিনায়কের নাম কি ?
উত্তরঃ- কমান্ডার আরাফাত ইসলাম এনডি, বিপিএম, (সেবা) এনইউপি, পিসিজিএম, বিএন।
১১. প্রশ্নঃ- এযাবৎ কতজন র্যাব প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন ?
উত্তরঃ- ১২ জন (বর্তমান ডিজি সহ)।
১২. প্রশ্নঃ- বর্তমান ডিজি কবে দায়িত্ব গ্রহণ করেন ?
উত্তরঃ- ৭ আগষ্ট ২০২৪।
১৩. প্রশ্নঃ- কোন অধ্যাদেশ সংশোধন করে র্যাব গঠন করা হয় ?
উত্তরঃ- ১৯৭৯ সালের আমর্ড পুলিশ ব্যাটালিয়ন অধ্যাদেশ।
১৪. প্রশ্নঃ- র্যাব কার অধীনে গঠন করা হয়?
উত্তরঃ- স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ পুলিশের অধীনে।
১৫. প্রশ্নঃ- কোন কোন বাহিনীর সমন্বয়ে র্যাব গঠিত?
উত্তরঃ- সেনা, ২.নৌ, ৩.বিমান, ৪.পুলিশ, ৫.আনসার, ৬.বর্ডার গার্ড বাংলাদেশ ৭.বাংলাদেশ কোস্ট গার্ড ০৮ । সিভিল সার্ভিস।
১৬. প্রশ্নঃ- র্যাব কবে থেকে পূর্ণাঙ্গভাবে অপারেশন শুরু করে ?
উত্তরঃ- ২৬ জুন ২০০8 |
১৭. প্রশ্নঃ- র্যাবের স্লোগান/মোটো কী ?
উত্তরঃ- বাংলাদেশ আমার অহংকার।
১৮. প্রশ্নঃ- র্যাবের বর্তমান ব্যাটালিয়ন কতটি ?
উত্তরঃ- ১৫ টি।
১৯. প্রশ্নঃ- সর্বশেষ গঠিত ব্যাটালিয়ন কোনটি ?
উত্তরঃ- র্যাব - ১৫ (বান্দরবান, কক্সবাজার)
২০. প্রশ্নঃ- র্যাবের বর্তমান ব্যাটালিয়ন গুলো কী ?
উত্তরঃ- ৭ আগষ্ট ২০২৪।
২১. প্রশ্নঃ- র্যাবের বর্তমান ব্যাটালিয়ন গুলো কী ?
উত্তরঃ- ১. র্যাব - ১ (ঢাকা)
২. র্যাব - ২ (ঢাকা)
৩. র্যাব - ৩ (ঢাকা)
৪. র্যাব - ৪ (ঢাকা)
৫. র্যাব - ৫ (রাজশাহী)
৬. র্যাব - ৬ (খুলনা)
৭. র্যাব - ৭ (চট্টগ্রাম)
৮. র্যাব - ৮ রুপাতলী, বরিশাল।
৯. র্যাব - ৯ (সিলেট)
১০. র্যাব - ১০ (কেরানীগঞ্জ, ঢাকা)
১১. র্যাব - ১১ (নারায়ণগঞ্জ)
১২. র্যাব - ১২ (সিরাজগঞ্জ)
১৩. র্যাব - ১৩ (রংপুর) ও
১৪. র্যাব - ১৪ (মামনসিংহ)
১৫. র্যাব - ১৫ (বাপরবন, কক্সবাজার)
২২. প্রশ্নঃ- র্যাব বিধি অনুসারে কোন বাহিনীর কর শতাংশ ভাবল নিয়ে র্যাব গঠিত হবে ?
উত্তরঃ- ১. পুলিশ ৪৪%,
২. সশস্ত্রবাহিনী ৪৪%
৩. বিজিবি ০৬%,
৪. আনসার ও ভিডিপি ০৪%
৫. কোস্টগার্ড ০১% এবং
৬. বেসামরিক প্রশাসন থেকে ০১%
২৩. প্রশ্নঃ- র্যাবের মনোগ্রামের বর্ণনা দিন ?
উত্তরঃ- ১। জাতীয় ফুল (শাপলা) ২। মনোগ্রামের সবুজ রংয়ের জমিনে লাল সূর্য, ৩। জাতীয় স্মৃতিসৌধ মনোগ্রামের কেন্দ্রে অবস্থিত, ৪। ধানের শীষ, ৫। অগ্রগতির চাকা, ৬। র্যাবের মূলমন্ত্র বাংলাদেশ আমার অহংকার।
২৪. প্রশ্নঃ- র্যাবের বর্তমান কার্যনির্বাহক কারা ?
উত্তরঃ-
১. অতিঃ আইজিপি এ কে এম শহিদুর রহমান। পিপিএম, এনডিসি, মহাপরিচালক, র্যাব ফোর্সেস।
২. কর্নেল ইফতেখার আহমেদ। এসজিপি, পিপিএম, এ এফডব্লিউসি, পিএসসি, অতিঃ মহাপরিচালক (অপারেশন)।
৩. ডিআইজি জনাব মো. জিল্লুর রহমান। অতিঃ মহাপরিচালক (এডমিন)।
২৫. প্রশ্নঃ- সুন্দরবনে জলদস্যু মুক্ত অভিযান কবে শুরু হয় ?
উত্তরঃ- ৩১ মে ২০১৬।
২৬. প্রশ্নঃ- র্যাবের প্রধান প্রধান কাজ কি কি ?
উত্তরঃ- ১. সন্ত্রাস দমন। ২. জঙ্গি দমন। ৩. মাদক নিয়ন্ত্রন। ৪. অবৈধ অস্ত্র উদ্দার।
২৭. প্রশ্নঃ- র্যাবের বর্তমান জনবল কত ?
উত্তরঃ- ১২,০০০ জন প্ৰায়।
২৮. প্রশ্নঃ- র্যাবের মাতৃসংস্থা কোনটি ?
উত্তরঃ- বাংলাদেশ পুলিশ।
২৯. প্রশ্নঃ- র্যাবের প্রকৃতি কেমন ?
উত্তরঃ- বে-সামরিক।
৩০. প্রশ্নঃ- কার্য-পরিচালনার অঞ্চল কোথায় ?
উত্তরঃ- সমগ্র বাংলাদেশ।
৩১. প্রশ্নঃ- র্যাব সদস্যগণ কি কি অস্ত্র ও যন্ত্রপাতি ব্যবহার করেন ?
উত্তরঃ-
নাম |
টাইপ |
ক্যালিবার |
উৎপাদনকৃত দেশ |
ব্রাওনিং এম ১৯১১ |
সেমি-অটোমেটিক পিস্তল |
.৪৫ এসিপি |
🇱🇷 যুক্তরাষ্ট্র |
SI G Saver P226/228/229 |
সেমি-অটোমেটিক পিস্তল |
৯ মিমি |
🇧🇪 জার্মানি |
বিডি-০৮ |
এ্যাসল্ট রাইফেল |
৭.৬২ মিমি |
🇧🇩 বাংলাদেশ |
টাইপ ৫৬ |
এ্যাসল্ট রাইফেল |
৭.৬২ মিমি |
🇨🇳 গণচীন |
হেকলার কোচ এমপি-৫ |
সাব মেশিনগান |
৯ মিমি |
🇧🇪 জার্মানি |
উজি |
সাব মেশিনগান |
৯ মিমি |
🇱🇷 যুক্তরাষ্ট্র |
টাইপ ৮৫ |
স্নাইপার রাইফেল |
৭.৬২ মিমি |
🇨🇳 গণচীন |
রেমিংটন ৮৭০ |
সেমি-অটোমেটিক শটগান |
১২ গজ মিমি |
🇱🇷 যুক্তরাষ্ট্র |
টাইপ ৯৭-১ |
সেমি-অটোমেটিক শটগান |
১২ গজ মিমি |
🇨🇳 গণচীন |
টাইপ ৬৯-১ |
রকেট-প্রপেলড গ্রেনেড |
৪০ মিমি |
🇨🇳 গণচীন |
৩২. প্রশ্নঃ- র্যাবে কিভাবে অভিযোগ করা যায় ?
উত্তরঃ- আপনি অনলাইনে " Report 2 RAB " এ্যাপের মাধ্যমে অভিযোগ করতে পারবেন। চাইলে আপনি তাদের দেওয়া ফোন নাম্বার গুলোতে যোগাযোগ করে অভিযোগ করতে পারেন।
৩৩. প্রশ্নঃ- র্যাবের স্লোগান কি ?
উত্তরঃ- বাংলাদেশ আমার অহংকার।
৩৪. প্রশ্নঃ- র্যাব কোন মন্ত্রনালয়ের আওতায় কাজ করে ?
উত্তরঃ- স্বরাষ্ট মন্ত্রনালয়।
৩৫. প্রশ্নঃ- র্যাবের মনোগ্রামের শীর্ষভাগে অবস্থিত শাপলা ফুল কিসের প্রতীক ?
উত্তরঃ- শাপলা বাংলাদেশের জাতীয় ফুল এবং বাংলাদেশের জাতীয় প্রতীক।
৩৬. প্রশ্নঃ- মনোগ্রামের সবুজ রংয়ের জমিনে লাল সূর্য কিসের প্রতীক ?
উত্তরঃ- অনন্ত সবুজের দেশ বাংলাদেশের জাতীয় পতাকার সাথে মিল রেখে র্যাবের মনোগ্রামের সবুজ ও লাল রংয়ের জমিন নির্ধারণ করা হয়েছে। এলিট ফোর্স র্যাব এর প্রতিটি সদস্যের হৃদয়ে রয়েছে বাংলাদেশের পতাকার গৌরব সমুন্নত রাখার বজ্র কঠিন প্রতিজ্ঞা।
৩৭. প্রশ্নঃ- মনোগ্রামের কেন্দ্রে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ কিসের প্রতীক ?
উত্তরঃ- মনোগ্রামের কেন্দ্রে অবস্থিত স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা ও অন্যান্য শহীদের আত্মত্যাগের প্রতীক।
৩৮. প্রশ্নঃ- ধানের শীষ কিসের প্রতীক ?
উত্তরঃ- র্যাবের মনোগ্রামের স্মৃতিসৌধের প্রতিকৃতির দুইপার্শ্বের ধানের শীষ কৃষি প্রধান বাংলাদেশের ঐতিহ্যের প্রতিচ্ছবি এবং সুখী ও সমৃদ্ধ বাংলাদেশের প্রতীক।
৩৯. প্রশ্নঃ- অগ্রগতির চাকা কিসের প্রতীক ?
উত্তরঃ- র্যাবের মনোগ্রামের স্মৃতি উৎকীর্ণ স্মৃতিসৌধ এর নিচে অবস্থিত ধাতব চাকা সময়ের সাথে দ্রুত উন্নয়ন বাংলাদেশের অগ্রগতির প্রতীক । যে কোন মূল্যে সন্ত্রাস নির্মূল করে হৃদয়ের দেশ বাংলাদেশের অর্থনীতির অগ্রগতির চাকা অব্যাহত রাখতে র্যাব প্রতিজ্ঞাবদ্ধ।
৪০. প্রশ্নঃ- র্যাবের মূলমন্ত্র কিভাবে প্রতিটি র্যাব সদস্যকে উজ্জিবিত করে ?
উত্তরঃ- মনোগ্রামের সর্বনিম্নে উৎকীর্ণ বাংলাদেশ আমার অহংকার র্যাবের মূলমন্ত্র। এ মূলমন্ত্রে উজ্জীবিত র্যাবের প্রতিটি সদস্য সন্ত্রাসমুক্ত সুখী এবং সমৃদ্ধ দেশ গড়ার জন্য সর্বদা বজ্র কঠিন সংকল্পবদ্ধ।
৪১. প্রশ্নঃ- র্যাব-৮ এর আওতাধীন এলাকা সমূহ কি কি ?
উত্তরঃ- ১. বরিশাল, ২. পিরোজপুর, ৩. ঝালকাঠি, ৪. ভোলা, ৫. পটুয়াখালী, ৬. বরগুনা, ৭. মাদারীপুরও ৮. শরীয়তপুর।
৪২. প্রশ্নঃ- টহল বা পেট্রোল কি ?
উত্তরঃ- নির্দিষ্ট এলাকায় অপরাধ দমনের লক্ষ্যে ঘুরে ঘুরে প্রহরা দেওয়া।
৪৩. প্রশ্নঃ- টহল কত প্রকার ও কি কি ?
উত্তরঃ- টহল ০৮ প্রকারঃ- ১. ফুট পেট্রোল। ২. মোবাইল পেট্রোল ৩. বোট পেট্রোল। ৪. ফিক্সড পেট্রোল। ৫. ব্লক পেট্রোল। ৬. এ্যাম্বুস পেট্রোল। ৭. ক্লক ওয়াইজ ও এন্টি ক্লক ওয়াইজ পেট্রোল। ৮. ডিস্ক পেট্রোল।
৪৪. প্রশ্নঃ- ফায়ার ফাইটিং কি ?
উত্তরঃ- আকষ্মিক ঘটে যাওয়া অগ্নিকান্ড দ্রুত নিয়ন্ত্রনে নেওয়া বা থামিয়ে দেওয়াকে ফায়ার ফাইটিং বলে।
৪৫. প্রশ্নঃ- ভিআইপি / ভিভিআইপি এর অর্থ কি ?
উত্তরঃ- ভেরি ইম্পর্ট্যান্ট পার্সন / ভেরি ভেরি ইম্পটেন্ট পার্সন।
৪৬. প্রশ্নঃ- কাদেরকে ভিআইপি/ভিভিআইপি বলে ?
উত্তরঃ- যেসব ব্যক্তি অবস্থান, দায়িত্ব ও মর্যাদার দিক দিয়ে বিশেষ গুরুত্ব বহন করেন এবং যাঁদের নিরাপত্তাহানি হলে দেশ ও জাতি গভীর সংকটে পতিত হয় তাঁদের ভিভিআইপি এবং ভিআইপি বলা হয়। বাংলাদেশের আইন অনুসারে রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান ভিভিআইপি মর্যাদা ও নিরাপত্তা ভোগ করেন।
৪৭. প্রশ্নঃ- ভিভিআইপি কারা ?
উত্তরঃ- রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হলেন ভিভিআইপি।
৪৮. প্রশ্নঃ- ভিআইপি কারা ?
উত্তরঃ- ভিআইপি হলেন জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রী পরিষদের সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, সংসদ সদস্য, সিনিয়র সচিব, সচিব, তিনবাহিনী প্রধান, পুলিশের প্রধান। তবে সরকার প্রয়োজন অনুয়ায়ী অন্য কাউকে ভিআইপি মর্যাদা দিতে পারেন।
৪৯. প্রশ্নঃ- ভিভিআইপি দেরকে কতস্তর বিশিষ্ট নিরাপত্তা প্রদান করা হয় ?
উত্তরঃ- চার স্তরঃ- ১. এসএসএফ। ২. ডিজিএফআই। ৩. এনএসআই। ৪. সাধারণ পুলিশ।
৫০. প্রশ্নঃ- একজন র্যাব সদস্যের দৈনিক রেশনের পরিমান কত ?
উত্তরঃ-
চাউল |
আটা / গম |
তৈল |
চিনি |
ডাল |
৩৪০.৯২ গ্রাম |
২৮৪.১০ গ্রাম |
৮৪.৬৯ গ্রাম |
৫৬.৮২ গ্রাম |
৫৬.৮২ গ্রাম |
৫১. প্রশ্নঃ- একজন র্যাব সদস্যের মাসিক রেশনের পরিমান কত (০১ ইউনিট) ?
উত্তরঃ-
চাউল |
আটা / গম |
তৈল |
চিনি |
ডাল |
১০.২২৭ কেজি |
০৮.৫২৩ কেজি |
০২.৫৪০ কেজি |
০১.৭০০ কেজি |
০১.৭০০ কেজি |
৫২. প্রশ্নঃ- র্যাবের গুরুত্বপুর্ন ক্লোদিং আইটেম ও তাদের মেয়াদকাল ?
উত্তরঃ-
ক্রমিক নং |
আইটেমের নাম |
পরিমান |
মেয়াদকাল |
১. |
বুট (ডিএমএল) |
০২ জোরা |
১২ মাস |
২. |
উলেন কম্বল |
০১ টি |
৩৬ মাস |
৩. |
মসারী (সাদা) |
০১ টি |
৩৬ মাস |
৪. |
গ্রাউন্ড সিট |
০১ টি |
৩৬ মাস |
৫. |
ক্যানভাস সু(সাদা/কালো) |
০১ জোরা |
৩৬ মাস |
৬. |
উলেন জার্সি |
০১ টি |
৩৬ মাস |
৭. |
ইউনিফর্ম(শার্ট+প্যান্ট) |
০৩ সেট |
১২ মাস |
৮. |
ফিল্ড ক্যাপ |
০১ টি |
১২ মাস |
৯. |
উইন্টার জ্যাকেট / কোট |
০১ টি |
৪৮ মাস |
১০. |
ওয়াটার প্রুফ রেইনকোর্ট |
০১ টি |
৩৬ মাস |
৫৩. প্রশ্নঃ- র্যাবের ভিশন কি ?
উত্তরঃ- সকল নাগরিকের সেবা প্রদান করা এবং বসবাস যোগ্য ও কর্মোপযোগী নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা।
৫৪. প্রশ্নঃ- র্যাবের লক্ষ্য ?
উত্তরঃ- ১. আইনের শাসন সমুন্নত রাখা। ২. সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করণ। ৩. জনগনের অংশীদারিত্বের ভিত্তিতে সামাজিক শান্তি রক্ষা। ৪. অপরাধ চিহ্নিত ও প্রতিরোধ। ৫. আইন লঙ্ঘনকারীকে বিচারের আওতায় আনা। ৬. শান্তি ও জনশৃঙ্খলা রক্ষা। ৭. জনগনের সুরক্ষা, সাহয্য ও সেবা প্রদান এবং আশ্বস্তকরণ। ৮. সমব্যথী, বিনম্র এবং ধৈর্যশীল হওয়া। ৯. বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় সাধন। ১০. অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণএবং উন্নততর কর্ম সম্পাদনের পন্থা অন্বেষণ।
৫৫. প্রশ্নঃ- র্যাবের উদ্দেশ্য কি ?
উত্তরঃ- ১. আভ্যন্তরীন নিরাপত্তা ডিউটি। ২. অবৈধ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক এবং অন্যান্য ক্ষতিকর দ্রব্যাদি উদ্ধার। ৩. সশস্ত্র সংঘবদ্ধ দল ও অপরাধীদের গ্রেফতার। ৪. পুলিশসহ অন্যান্য আইন শৃঙ্খলার ক্ষাকারী বাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা করা।
৫৬. প্রশ্নঃ- ব্যাটালিয়নের জনবল সংগঠন কত জন ?
উত্তরঃ-
মোটজনবল (৬৮৮) |
ব্যাটলিয়নসদর (৭৬)
সদর কোম্পানী (৭৫)
ক্রাইমপ্রিঅেশন কোম্পানী-১ (১২৩)
ক্রাইমপ্রিঅেশন কোম্পানী-২ (১২৩)
ক্রাইমপ্রিঅেশন কোম্পানী-৩ (১২৩)
ক্রাইমপ্রিঅেশন কোম্পানী-স্পেশালাইজড (১৬৮) |
৫৭. প্রশ্নঃ- CPC এরপূর্ণরূপ কি ?
উত্তরঃ- Crime Prevention Company.
৫৮. প্রশ্নঃ- CPSC এর পূর্ণ রূপ ?
উত্তরঃ- Crime Prevention Specialized Company.
৫৯. প্রশ্নঃ- সসস এর পূর্ণ রূপ ?
উত্তরঃ- সজাগ, সচেতন এবং সমাধান।
৬০. প্রশ্নঃ- ডিডি এর পূর্ণরূপ ?
উত্তরঃ- ডেপুটি ডিরেক্টর।
৬১. প্রশ্নঃ- POL এরপূর্ণ রূপ ?
উত্তরঃ- Petroleum, Oil and Lubricant.
৬২. প্রশ্নঃ- MTO এর পূর্ণরূপ ?
উত্তরঃ- Mecanical Transport Officer.
৬৩. প্রশ্নঃ- AOR এর পূর্ণ রূপ ?
উত্তরঃ- Area of Responsiblity.
৬৪. প্রশ্নঃ- SOLএরপূর্ণ রূপ ?
উত্তরঃ- Over Staying Leave.
৬৫. প্রশ্নঃ- OP এর পূর্ণরূপ ?
উত্তরঃ- Observation Post.
৬৬. প্রশ্নঃ- P/O এর পূর্ণ রূপ ?
উত্তরঃ- Place of Occurrence.
৬৭. প্রশ্নঃ- BSI এর পূর্ণ রূপ ?
উত্তরঃ- Battalion Sub-Inspector.
৬৮. প্রশ্নঃ- AOWL এর পূর্ণ রূপ ?
উত্তরঃ- Absent Without Leave.
৬৯. প্রশ্নঃ- RO এর পূর্ণ রূপ ?
উত্তরঃ- Reserve officer.
৭০. প্রশ্নঃ- RP SI এর পূর্ণ রূপ ?
উত্তরঃ- Regiment Police Sub-Inspector.
৭১. প্রশ্নঃ- IGP এর পূর্ণ রূপ ?
উত্তরঃ- Inspector General Of Police.
৭২. প্রশ্নঃ- DIG এর পূর্ণ রূপ ?
উত্তরঃ- Deputy inspector General.
৭৩. প্রশ্নঃ- ASP এর পূর্ণ রূপ ?
উত্তরঃ- Assistant Superintendent Of Police.
৭৪. প্রশ্নঃ- BPM এর পূর্ণ রূপ ?
উত্তরঃ- Bangladesh Police medal.
৭৫. প্রশ্নঃ- PPM এর পূর্ণ রূপ ?
উত্তরঃ- President Police medal.
৭৬. প্রশ্নঃ- PSC এর পূর্ণ রূপ ?
উত্তরঃ- Passed Staff College.
৭৭. প্রশ্নঃ- BP এর পূর্ণ রূপ ?
উত্তরঃ- Bangladesh Police.
৭৮. প্রশ্নঃ- BA এর পূর্ণ রূপ ?
উত্তরঃ- Bangladesh Army.
৭৯. প্রশ্নঃ- EB এর পূর্ণ রূপ ?
উত্তরঃ- U East Begal.
৮০. প্রশ্নঃ- PBGM এর পূর্ণ রূপ ?
উত্তরঃ- President Border Guard Medal.
৮১. প্রশ্নঃ- PBGMS এর পূর্ণ রূপ ?
উত্তরঃ- President Border Guard Medal Sheba.
৮২. প্রশ্নঃ- সন্দরবন জলদস্যু মুক্তকরণ ইনসিগনিয়ার মাহাত্যু ও বিবরণ ঃ-
উত্তরঃ- ০১ মে ২০১৬ হতে ০১ নভেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর কঠোর পরিশ্রম ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে সুন্দরবনকে জনদস্যু মুক্ত করতে সক্ষম হয়েছে । এপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার ঐ সময়ে র্যাবে কর্মরত সদস্যদের সুন্দরবন জলদস্যু মুক্তকরণ ইনসিগনিয়া প্ৰদান করেন।
৮৩. প্রশ্নঃ- র্যাব ফোর্সেসে ব্যবহৃত বিভিন্ন প্রকার অস্ত্র সম্পর্কে ধারণা ঃ-
উত্তরঃ-
অস্ত্রের পূর্ণ নাম, মডেল এব ং টাইপ |
ক্যালিভার |
কার্যকারী রেঞ্জ |
ছেদন ক্ষমতা |
৭.৬২ মিঃমিঃএসএমজি টি-৫৬ (চায়না) |
৭.৬২ মিঃমিঃ |
৪০০ মিটার |
লোহার পাত-৬ মিঃমিঃ
ইটের দেয়াল-১৫ সেঃমিঃ
মাটির দেয়াল-৩০ সেঃমিঃ
কাঠের তক্তা-৪০-৬০ সেঃমিঃ |
৭.৬২ মিঃমিঃপিস্তল টি-৫৪ (চায়না) |
৭.৬২ মিঃমিঃ |
৫০ মিটার |
- |
৭.৬২ মিঃমিঃ সেল্ফডিফেন্সপিস্তল টি-৭৭ (চায়না) |
৭.৬২ মিঃমিঃ |
৫০ মিটার |
- |
পাম্প এ্যাকশন ৮ মডেল বোরশর্ট গান| |
১২ বোর |
- |
- |
৭.৬২ মিঃমিঃঅটোরাইফেল টি-৫৬ ৭.৬২ মিঃমিঃ (চায়না) |
৭.৬২ মিঃমিঃ |
৩০০ মিটার |
লোহার পাত-৬ মিঃমিঃ
ইটের দেয়াল-১৫ সেঃমিঃ
মাটির দেয়াল-৩০ সেঃমিঃ
কাঠের তক্তা-৪০-৬০ সেঃমিঃ |
৩৮ মিঃমিঃ গ্যাসগান মডেল ডব্লিউকে-৭৯৫ |
৩৮ মিঃমিঃ |
- |
- |
২৬ মিঃমিঃ সিগন্যাল পিস্তল টি-৫৭ (চায়না) |
২৬ মিঃমিঃ |
১৫০ মিটার |
- |
৯ মিঃমিঃএসএমজি পিকে-১ (পাকিস্তান) |
৯ মিঃমিঃ |
- |
- |
৮৪. প্রশ্নঃ- ইন্টারপোল কি ?
উত্তরঃ- ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন।
INTERPOL = International Criminal Police Organization.
৮৫. প্রশ্নঃ- ইন্টারপোলের সদর দপ্তর কোথায় ?
উত্তরঃ- ইন্টারপোলের সদর দপ্তর ফান্সের লিওতে অবস্থিত।
৮৬. প্রশ্নঃ- কত সালে ইন্টারপোল প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ- ১৯২৩ সালে।
৮৭. প্রশ্নঃ- ইন্টারপোলের সদস্য রাষ্ট্র কতটি ?
উত্তরঃ- ১৯৪ টি সদস্য রাষ্ট্র।
৮৮. প্রশ্নঃ- বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেস্ট্রা নাম কি ?
উত্তরঃ- লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
৮৯. প্রশ্নঃ- স্বরাষ্ট্র সচিবের নাম কি ?
উত্তরঃ- স্বরাষ্ট্র সচিব ড. মোহাম্মদ আবদল মোমেন জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
৯০. প্রশ্নঃ- র্যাব-৮ এর প্রতিষ্ঠাকাল কি ?
উত্তরঃ- ০৫ সেপ্টেম্বর ২০০৫ সাল।
৯১. প্রশ্নঃ- সুন্দরবন কবে জলদস্যু মুক্ত হয় ?
উত্তরঃ- ১লা নভেম্বর ২০১৮।
৯২. প্রশ্নঃ- কার কাছে সুন্দরবনের জলদস্যুরা আত্মসমর্পণ করে ?
উত্তরঃ- স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে।
৯৩. প্রশ্নঃ- কয়টি বাহিনী আত্মসমর্পণ করে ?
উত্তরঃ- মোট ৩০ টি বাহিনী।
৯৪. প্রশ্নঃ- মোট কতজন জলদস্যু আত্মসমর্পণ করে ?
উত্তরঃ- ৩২৮ জন।
৯৫. প্রশ্নঃ- র্যাব-৮, বরিশালের কাছে কয়টি বাহিনী আত্মসমর্পণ করে ?
উত্তরঃ- ২৭ টি বাহিনী।
৯৬. প্রশ্নঃ- র্যাব-৮, বরিশালের কাছে মোট কতজন আত্মসমর্পণ করে ?
উত্তরঃ- ২২৭ জন।
৯৭. প্রশ্নঃ- আত্মসমর্পণ কৃত জলদস্যুরা মোট কতটি অস্ত্র জমা দেয় ?
উত্তরঃ- ৪৬২ টি অস্ত্র ও প্রচুর পরিমান গোলাবারুদ।
৯৮. প্রশ্নঃ- আত্মসমর্পণ কৃত জলদস্যুরা মোট কত রাউন্ড গোলা বারুদ জমা দেয় ?
উত্তরঃ- ২২ হাজার ৫০৪ রাউন্ড। ২০১৬, ২০১৭ ও ২০১৮ এই তিন বছর মিলে জলদস্যুরা আত্মসমর্পণ করে।
No comments