10 Surah for Namaz in Bangla || ❝ নামাজের জন্য ১০ টি সূরা [ বাংলায় ] ❞
নামাজের জন্য ১০ টি সূরা
- ★ সূরা ফাতিহা
-
★ সূরা ফাতিহা
[★] بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
[১] الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
[২] الرَّحْمَٰنِ الرَّحِيمِ
[৩] مَالِكِ يَوْمِ الدِّينِ
[৪] إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
[৫] اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
[৬] صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ
[৭] غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
উচ্চারণঃ-
★ বিসমিল্লাহির রাহমানির রাহিম।
১. আলহামদু লিল্লাহি রব্বিল আ -লামি-ন।
২. আররহমা-নির রাহি-ম।
৩. মা-লিকি ইয়াওমিদ্দি-ন।
৪. ইয়্যা-কানা বুদু ওয়া ইয়্যা কানাসতাইন।
৫. ইহদিনাস সিরাতাল মুসতাকিম।
৬. সিরাতাল্লা যিনা আনআমতা আলাইহিম।
৭. গাইরিল মাগ দুবি আলাইহিম ওয়ালাদ্দল্লিন।।
অর্থঃ-
★ পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করিলাম।
১.যাবতীয় প্রশংসা আল্লাহ তা’আলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।
২. যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু।
৩. বিচার দিনের একমাত্র অধিপতি।
৪. আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।
৫. আমাদের সরল পথ দেখাও।
৬. সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ।
৭. তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।
-
- ১. সূরা এখলাস
-
১. সূরা এখলাস
সূরাহ নং:- ০১
আয়াত সংখ্যা:- ০৪
রুকু সংখ্যা:- ০০
সিজদাহ সংখ্যা:- ০০[★] بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
[১] قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ
[২] اللَّهُ الصَّمَدُ
[৩] لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ
[৪] وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ
উচ্চারণঃ-
★ বিসমিল্লাহির রাহমানির রাহিম।
১. ইন্না- আ’ত্বাইনা-কাল কাউষার।
২. ফাস্বাল্লি লিরব্বিকা অন্হার।
৩. ইন্না- শা-নিআকা হুওয়াল আবতার।
অর্থঃ-
★ পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করিলাম।
১.বলুন তিনিই আল্লাহ এক-অদ্বিতীয়।
২. আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তাঁর মুখাপেক্ষী।
৩. তিনি কাউকেও জন্ম দেননি এবং তাকেও জন্ম দেয়া হয়নি।
৪. এবং তাঁর সমতুল্য কেউই নেই।
-
- ২. সূরা কাউসার
-
২. সূরা কাউসার
[★] بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
[১] إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ
[২] فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ
[৩] إِنَّ شَانِئَكَ هُوَ الأَبْتَرُ
উচ্চারণঃ-
★ বিসমিল্লাহির রাহমানির রাহিম।
১. ইন্না- আ’ত্বাইনা-কাল কাউষার।
২. ফাস্বাল্লি লিরব্বিকা অন্হার।
৩. ইন্না- শা-নিআকা হুওয়াল আবতার।
অর্থঃ-
★ পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করিলাম।
১.নিঃসন্দেহে আমি তোমাকে কাউসার (হাওয) দান করেছি।
২. সুতরাং তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামায পড়
-
- ৩. সূরা আসর
-
৩. সূরা আসর
[১] aaa
অর্থঃ-
অর্থঃ-
ooo
-
- ৪. সূরা নাসর
-
৪. সূরা নাসর
[১] aaa
অর্থঃ-
অর্থঃ-
ooo
-
- ৫. সূরা আল-মা‘ঊন
-
৫. সূরা আল-মা‘ঊন
[১] aaa
অর্থঃ-
অর্থঃ-
ooo
-
- ৬. সূরা ক্বুরাইশ
-
৬. সূরা কুরাইশ
[১] aaa
অর্থঃ-
অর্থঃ-
ooo
-
- ৭. সূরা লাহাব
-
৭. সূরা লাহাব
[১] aaa
অর্থঃ-
অর্থঃ-
ooo
-
- ৮. সূরা ফীল
-
৮. সূরা ফীল
[১] aaa
অর্থঃ-
অর্থঃ-
ooo
-
- ৯. সূরা কাফিরুন
-
৯. সূরা কাফিরুন
[১] aaa
অর্থঃ-
অর্থঃ-
ooo
-
- ১০. সূরা ফালাক
-
১০. সূরা ফালাক
[১] aaa
অর্থঃ-
অর্থঃ-
ooo
-
- ১১. সূরা নাস
-
১১. সূরা নাস
[১] قُلْ أَعُوْذُ بِرَبِّ النَّاسِ[২] مَلِكِ النَّاسِ[৩] إِلهِ النَّاسِ[৪] مِنْ شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ[৫] اَلَّذِيْ يُوَسْوِسُ فِي صُدُوْرِ[৬] النَّاسِ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ
উচ্চারণঃ-
১. ক্বুল আঊযু বিরব্বিন্ না-স।
২. মালিকিন্ না-স।
৩. ইলা-হিন্ না-স।
৪. মিন্ শার্রিল অসওয়া-সিল খান্না-স।
৫. আল্লাযী ইউওয়াসবিসু ফী সুদূরিন্ না-স।
৬. মিনাল জিন্নাতি অন্ না-স।
অর্থঃ-
১. তুমি বল, আমি আশ্রয় প্রার্থনা করছি।
২. মানুষের প্রতিপালক।
৩. মানুষের অধীশ্বর।
৪. মানুষের উপাস্যের কাছে- তার কুমন্ত্রণার অনিষ্ট হতে
৫. যে সুযোগমত আসে ও (কুমন্ত্রণা দিয়ে) সরে পড়ে। যে কুমন্ত্রণা দেয় মানুষের হৃদয়ে।
৬. জিন ও মানুষের মধ্য হতে।
-
No comments