10 Surah for Namaz in Bangla || ❝ নামাজের জন্য ১০ টি সূরা [ বাংলায় ] ❞
নামাজের জন্য ১০ টি সূরা
- ★ সূরা ফাতিহা
-
★ সূরা ফাতিহা
[★] بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
[১] الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
[২] الرَّحْمَٰنِ الرَّحِيمِ
[৩] مَالِكِ يَوْمِ الدِّينِ
[৪] إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
[৫] اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
[৬] صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ
[৭] غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
উচ্চারণঃ-
★ বিসমিল্লাহির রাহমানির রাহিম।
১. আলহামদু লিল্লাহি রব্বিল আ -লামি-ন।
২. আররহমা-নির রাহি-ম।
৩. মা-লিকি ইয়াওমিদ্দি-ন।
৪. ইয়্যা-কানা বুদু ওয়া ইয়্যা কানাসতাইন।
৫. ইহদিনাস সিরাতাল মুসতাকিম।
৬. সিরাতাল্লা যিনা আনআমতা আলাইহিম।
৭. গাইরিল মাগ দুবি আলাইহিম ওয়ালাদ্দল্লিন।।
অর্থঃ-
★ পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করিলাম।
১.যাবতীয় প্রশংসা আল্লাহ তা’আলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।
২. যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু।
৩. বিচার দিনের একমাত্র অধিপতি।
৪. আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।
৫. আমাদের সরল পথ দেখাও।
৬. সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ।
৭. তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।
-
- ১. সূরা এখলাস
-
১. সূরা এখলাস
সূরাহ নং:- ০১
আয়াত সংখ্যা:- ০৪
রুকু সংখ্যা:- ০০
সিজদাহ সংখ্যা:- ০০[★] بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
[১] قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ
[২] اللَّهُ الصَّمَدُ
[৩] لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ
[৪] وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ
উচ্চারণঃ-
★ বিসমিল্লাহির রাহমানির রাহিম।
১. ইন্না- আ’ত্বাইনা-কাল কাউষার।
২. ফাস্বাল্লি লিরব্বিকা অন্হার।
৩. ইন্না- শা-নিআকা হুওয়াল আবতার।
অর্থঃ-
★ পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করিলাম।
১.বলুন তিনিই আল্লাহ এক-অদ্বিতীয়।
২. আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তাঁর মুখাপেক্ষী।
৩. তিনি কাউকেও জন্ম দেননি এবং তাকেও জন্ম দেয়া হয়নি।
৪. এবং তাঁর সমতুল্য কেউই নেই।
-
- ২. সূরা কাউসার
-
২. সূরা কাউসার
[★] بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
[১] إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ
[২] فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ
[৩] إِنَّ شَانِئَكَ هُوَ الأَبْتَرُ
উচ্চারণঃ-
★ বিসমিল্লাহির রাহমানির রাহিম।
১. ইন্না- আ’ত্বাইনা-কাল কাউষার।
২. ফাস্বাল্লি লিরব্বিকা অন্হার।
৩. ইন্না- শা-নিআকা হুওয়াল আবতার।
অর্থঃ-
★ পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করিলাম।
১.নিঃসন্দেহে আমি তোমাকে কাউসার (হাওয) দান করেছি।
২. সুতরাং তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামায পড়
-
- ৩. সূরা আসর
-
৩. সূরা আসর
[১] aaa
উচ্চারণঃ-
★ বিসমিল্লাহির রাহমানির রাহিম।
১. ওয়াল ‘আসর।
২. ইন্নাল ইনছা-না লাফী খুছর।
৩. ইল্লাল্লাযীনা আ-মানূ -ওয়া -আমিলুসসা-লিহা-তি ওয়া তাওয়া-সাওবিল হাক্কি ওয়া তাওয়া-সাও বিসসাবরি।
অর্থঃ-
১. কসম যুগের (সময়ের)
২. নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত।
৩. কিন্তু তারা নয়, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং পরস্পরকে তাকীদ করে সত্যের এবং তাকীদ করে সবরের।
-
- ৪. সূরা নাসর
-
৪. সূরা নাসর
[২] وَ رَاَیۡتَ النَّاسَ یَدۡخُلُوۡنَ فِیۡ دِیۡنِ اللّٰهِ اَفۡوَاجًا ۙ﴿۲﴾
উচ্চারণঃ-
★ বিসমিল্লাহির রাহমানির রাহিম।
১. ইযা-জা-আ-নাসরুল্লা-হি ওয়াল ফাতহ।
২. ওয়া-রাআই-তান্না-ছা ইয়াদ-খুলূনা ফী দীনিল্লা-হি আফওয়া-জা।
৩. ফাছাব্বিহ-বিহামদি-রাব্বিকা ওয়াছ-তাগফিরহু-ইন্নাহূকা-না তাওওয়া-বা।
অর্থঃ-
১. যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে।
২. এবং তুমি মানুষকে দেখবে দলে দলে আল্লাহর দীনে প্রবেশ করছে।
৩. তখন তুমি তোমার প্রতিপালকের প্রশংসাসহ তাঁর পবিত্রতা ঘোষণা করো ও তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল।
-
- ৫. সূরা আল-মা‘ঊন
-
৫. সূরা আল-মা‘ঊন
[১] aaa
অর্থঃ-
১. আরা-আইতাল্লাযী ইউ-কাযযিবু-বিদ্দীন।
২. ফাযা-লিকাল্লাযী ইয়া-দু‘উল ইয়াতীম।
৩. ওয়ালা-ইয়া-হুদ্দু‘আলা-তা‘আ-মিল মিছকীন।
৪. ফাওয়াইঁ-লুলিলল মুসাল্লীন।
৫.আল্লাযীনা-হুম আন সালা-তিহিমি ছা-হূন।
৬. আল্লাযীনা হুম ইউরাঊন।
৭. ওয়া ইয়াম-না‘ঊনাল মা-‘ঊন।
অর্থঃ-
১. তুমি কি দেখেছ তাকে, যে বিচার দিবসকে অস্বীকার করে?
২. সে তো সেই, যে ইয়াতীমকে ধাক্কা দেয়।
৩. এবং মিসকীনকে খাদ্য দানে উৎসাহ দেয় না।
৪. সুতরাং বড় দুর্ভোগ আছে সেই নামাজিদের।
৫. যারা তাদের নামাজে গাফলতি করে।
৬. যারা মানুষকে দেখায়।
৭. এবং অন্যকে সামান্য বস্তু দিতেও অস্বীকার করে।
-
- ৬. সূরা ক্বুরাইশ
-
৬. সূরা কুরাইশ
[১] aaa
উচ্চারণঃ-
১. লি-ঈলা-ফি কুরাইশ।
২. ঈলা-ফিহিম রিহ-লাতাশ-শিতাই ওয়াস-সাঈফ।
৩. ফাল-ইয়া-বুদূ-রাব্বা হা-যাল বাঈত।
৪. আল্লাযী-আতা‘আমাহুম মিন জূ‘ইওঁ ওয়া আ-মানাহুম মিন খাওফ।
অর্থঃ-
১. যেহেতু কুরাইশের লোকেরা অভ্যস্ত।
২. অর্থাৎ তারা শীত ও গ্রীষ্মকালে (ইয়ামান ও শামে) সফর করতে অভ্যস্ত।
৩. তাই তারা যেন এই ঘরের মালিকের ইবাদত করে।
৪. যিনি তাদেরকে ক্ষুধার্ত অবস্থায় খাদ্য দিয়েছেন এবং ভয়-ভীতি হতে তাদেরকে নিরাপদ রেখেছেন।
-
- ৭. সূরা লাহাব
-
৭. সূরা লাহাব
[১] aaa
অর্থঃ-
১. তাব্বাত ইয়াদা-আবী লাহাবিওঁ ওয়া তাব্ব।
২. মা-আগনা-‘আনহু মা-লুহূ-ওয়ামা-কাছাব।
৩. ছা-ইয়াস-লা-না-রান যা-তা লাহাবিও।
৪. ওয়াম-রাআতুহূ; হাম্মা-লাতাল হাতাব।
৫. ফী জীদি-হা-হাবলুম মিম মাছাদ।
অর্থঃ-
১. আবু লাহাবের দু’হাত ধ্বংস হোক এবং সে নিজে ধ্বংস হয়েই গেছে।
২. তার সম্পদ ও তার উপার্জন তার কোন কাজে আসেনি।
৩. অচিরেই সে লেলিহান আগুনে প্রবেশ করবে।
৪. অচিরেই সে লেলিহান আগুনে প্রবেশ করবে।
৫. গলদেশে মুঞ্জ (তৃণ বিশেষ)-এর রশি লাগানো অবস্থায়।
-
- ৮. সূরা ফীল
-
৮. সূরা ফীল
[১] aaa
উচ্চারণঃ-
১. আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহা-বিল ফিল।
২. আলাম ইয়াজ-আল কাইদাহুম ফি তাদলিল।
৩. ওয়া আরসালা আলাইহিম তাইরান আবা-বিল।
৪. তারমি-হিম বিহিজা-রাতিম মিন ছিজ্জিল।
৫. ফাজাআলাহুম কাআসফিম মা’কুল।
অর্থঃ-
১. তুমি কি দেখনি যে, তোমার প্রতিপালক হাতি-ওয়ালাদের সাথে কিরূপ (আচরণ) করেছিলেন?
২. তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেন নি?
৩. তাদের বিরুদ্ধে তিনি ঝাঁকে ঝাঁকে পাখী
পাঠিয়েছিলেন।
৪. যারা তাদের উপর পোড়া মাটির কঙ্কর নিক্ষেপ করেছিল।
৫. অতঃপর তিনি তাদের চিবানো তৃণ-ঘাসের মতো করে দিয়েছিলেন।
-
- ৯. সূরা কাফিরুন
-
৯. সূরা কাফিরুন
[১] aaa
উচ্চারণঃ-
১. কুল ইয়াআইয়ুহাল কা-ফিরুন।
২. লাআ‘বুদুমা-তা‘বুদুন।
৩. ওয়ালাআনতুম ‘আ-বিদুনা মাআ‘বুদ।
৪. ওয়ালাআনা ‘আ-বিদুম মা-‘আবাত্তুম,
৫. ওয়ালাআনতুম ‘আ-বিদুনা মাআ‘বুদ।
৬. লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন।
অর্থঃ-
১. বলুন, হে কাফেরকুল, আমি এবাদত করি না, তোমরা যার এবাদত কর। এবং তোমরাও এবাদতকারি নও, যার এবাদত আমি করি এবং আমি এবাদতকারি নই, যার এবাদত তোমরা করো।
-
- ১০. সূরা ফালাক
-
১০. সূরা ফালাক
[১] aaa
উচ্চারণঃ-
১. কুল আউজু বিরাব্বিল ফালাক্ব।
২. মিন শাররি মা খালাক্ব।
৩. ওয়া মিন শাররি গাসিক্বিন ইজা ওয়াক্বাব
৪. ওয়া মিন শাররিন নাফ্ফাছাতি ফিল উক্বাদ
৫. ওয়া মিন শাররি হাসিদিন ইজা হাসাদ।
অর্থঃ-
বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার, তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট থেকে। অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে, যখন তা সমাগত হয়, গ্রন্থিতে ফুঁৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।
-
- ১১. সূরা নাস
-
১১. সূরা নাস
[১] قُلْ أَعُوْذُ بِرَبِّ النَّاسِ[২] مَلِكِ النَّاسِ[৩] إِلهِ النَّاسِ[৪] مِنْ شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ[৫] اَلَّذِيْ يُوَسْوِسُ فِي صُدُوْرِ[৬] النَّاسِ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ
উচ্চারণঃ-
১. ক্বুল আঊযু বিরব্বিন্ না-স।
২. মালিকিন্ না-স।
৩. ইলা-হিন্ না-স।
৪. মিন্ শার্রিল অসওয়া-সিল খান্না-স।
৫. আল্লাযী ইউওয়াসবিসু ফী সুদূরিন্ না-স।
৬. মিনাল জিন্নাতি অন্ না-স।
অর্থঃ-
১. তুমি বল, আমি আশ্রয় প্রার্থনা করছি।
২. মানুষের প্রতিপালক।
৩. মানুষের অধীশ্বর।
৪. মানুষের উপাস্যের কাছে- তার কুমন্ত্রণার অনিষ্ট হতে
৫. যে সুযোগমত আসে ও (কুমন্ত্রণা দিয়ে) সরে পড়ে। যে কুমন্ত্রণা দেয় মানুষের হৃদয়ে।
৬. জিন ও মানুষের মধ্য হতে।
-
No comments