Header Ads






এক নজরে ৫ ওয়াক্ত নামাজের নিয়ত

১. ফজরের নামাজের নিয়ত

২ রাকআত সুন্নত নামাজের নিয়তঃ “নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তা'আলা রাকয়াতাই সালাতিল ফাজরি, সুন্নাতু রাসুলিল্লাহি তাআলা মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার।”

২ রাকআত ফরজ নামাজের নিয়তঃ “নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তা'আলা রাকয়াতাই সালাতিল ফাজরি, ফারজুল্লাহি তায়ালা মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার।”

২. জোহরের নামাজের নিয়ত

৪ রাকআত সুন্নত নামাজের নিয়তঃ “নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তা'আলা আরবাআ রাকয়াতি সালাতিজ জোহরি সুন্নাতু রাসুলিল্লাহি তাআলা মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার।”

৪ রাকআত ফরজ নামাজের নিয়তঃ “নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তা'আলা আরবাআ রাকয়াতি সালাতিজ জোহরি ফারজুল্লাহি তায়ালা মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার।”

২ রাকআত সুন্নত নামাজের নিয়তঃ “নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তা'আলা রাকায়াতাই সালাতিজ জোহরি সুন্নাতি রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার।”

২ রাকআত নফল নামাজের নিয়তঃ “নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তা'আলা রাকয়াতাই সালাতিল নাফলি মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার।”

৩. আছরের নামাজের নিয়ত

৪ রাকআত সুন্নত নামাজের নিয়তঃ “নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তা'আলা আরবাআ রাকয়াতি সালাতিল আছরি সুন্নাতু রাসুলিল্লাহি তাআলা মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার।”

৪ রাকআত ফরজ নামাজের নিয়তঃ “নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তা'আলা আরবাআ রাকয়াতি সালাতিল আছরি ফারজুল্লাহি তায়ালা মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার।”

৪. মাগরিবের নামাজের নিয়ত

৩ রাকআত ফরজ নামাজের নিয়তঃ “নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তা'আলা ছালাছা রাকয়াতি সালাতিল মাগরিব ফারজুল্লাহি তাআলা মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার।”

২ রাকআত সুন্নত নামাজের নিয়তঃ “নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তা'আলা রাকাতাই সালাতিল মাগরিবি সুন্নাতু রাসূলিল্লাহি তায়ালা মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার।”

২ রাকআত নফল নামাজের নিয়তঃ “নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তা'আলা রাকয়াতাই সালাতিল নাফলি মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার।”

৫. ইশার নামাজের নিয়ত

৪ রাকআত সুন্নত নামাজের নিয়তঃ “নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তা'আলা আরবাআ রাকয়াতি সালাতিল এশায়ি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার।”

৪ রাকআত ফরজ নামাজের নিয়তঃ “নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তা'আলা আরবাআ রাকয়াতি সালাতিল এশায়ি ফারজুল্লাহি তাআলা মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার।”

২ রাকআত সুন্নত নামাজের নিয়তঃ “নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তা'আলা রাকাতাই সালাতিল এশায়ি সুন্নাতু রাসূলিল্লাহি তায়ালা মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার।”

৩ রাকআত বেতের নামাজের নিয়তঃ “নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তা'আলা ছালাছা রাকায়াতি সালাতিল বিতরি ওয়াজিবুল্লাহি তায়ালা মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার।”

★. জুম্মা নামাজের নিয়ত

৪ রাকআত সুন্নত নামাজের নিয়তঃ “নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তা'আলা আরবায়া রাকাআতি ছালাতি কাব্‌লাল জুমুয়াতি, সুন্নাতি রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার।”

২ রাকআত ফরজ নামাজের নিয়তঃ “নাওয়াইতু আন উসকিতা আন্‌ জিম্মাতী ফারদুজ্জহ্‌রি, বি-আদায়ি রাকয়াতাই ছালাতিল্‌ জুমুয়াতি, ফারজুল্লাহি তায়ালা মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার।”

৪ রাকআত সুন্নত নামাজের নিয়তঃ “নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তা'আলা আরবায়া রাকাআতি ছালাতি বাদাল জুমুয়াতি, সুন্নাতি রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার।”

পাঁচ ওয়াক্ত নামাজের তাসবিহ

১। ফজরের নামাজের তাসবিহ (হুয়াল হাইয়্যুল কাইয়্যুম।)-তিনি চির জীবিত ও চিরস্থায়ী।
২। জোহরের নামাজের তাসবিহ (হুয়াল আলিইয়্যাল আজীম)-তিনি শ্রেষ্ট্রতর অতি মহান।
৩। আছরের নামাজের তাসবিহ (হুয়ার রাহমা- নুর রাহীম)-তিনি কৃপাময় ও করুনা নিধান।
৪। মাগরিবের নামায পড়ে পরিবার তাসবিহ (হুয়াল গাফুরুর রাহীম)- তিনি মার্জনাকারী ও করুণাময়।
৫। এশার নামায পড়ে পরিবার তাসবিহ (হুয়াল্ লাতিফুল খাবীর)- তিনি পাক ও অতিশয় সতর্কশীল।

মোনাজাত বাংলায়

(রাব্বানা আ-তিনা ফিদ্দুনইয়া হাসানাওঁ ওয়াফিল আখিরাতি হাছানাতাওঁ ওয়াকিনা আজাবান্নার। ওয়া সাল্লাল্লাহু- তাআলা আলা খাইরি খালক্বিহী মুহাম্মাদিওঁ ওয়া আ-লিহি ওয়াআছহাবিহী আজমায়ীন। বিরাহমাতিকা ইয়া আরিহামার রাহিমীন।)

# বিঃ দ্রিঃ কেহ যদি ভুলিয়া কেবলা ঠিক করিতে না পারে তবে নিজের বিবেক যেই দিকে সাক্ষ্য যে, সেই দিকে মুখ করিয়া নামায পরিবে। #

No comments

Powered by Blogger.