MS Word এর খুটিনাটি তথ্য
ছবি গুলো ভালো করে দেখুন
টাইপ করা শিখতে লেখাটি বারবার লিখুন
Advance Trick
১ | বাংলাতে পেজ নাম্বার কিভাবে দিতে হয়ঃ- | প্রথমে Insert এ ক্লিক করে Page Number এ ক্লিক করতে হবে। এরপর Page Number পজিশন ঠিক করে নিতে হবে। এরপর পেজ নাম্বার Select করে Home অপশনে গিয়ে ফন্ট পরিবর্তন করে নিতে হবে। |
২ | কিভাবে যেকোন পেজ থেকে পেজ নাম্বার শুরু করতে হয়ঃ- | যে পেজ থেকে পেজ নাম্বার শুরু করতে চান, সে পেজটির লেখার প্রথমে ক্লিক করে নিতে হবে। এরপর Page Layout এ ক্লিক করে Breaks অপশনে ক্লিক করতে হবে। এরপর Next Page অপশনে ক্লিক করতে হবে। এরপর Insert এ গিয়ে Page Number সেটআপ করে নিতে হবে। এরপর Link to Previous অপশনে ক্লিক করতে হবে। এরপর Page Number অপশনে ক্লিক করে Format Page Number অপশনে ক্লিক করতে হবে। এরপর Start at অপশনের ডান পাশে খালি ঘরে ক্লিক করে কাঙ্খিত নাম্বার দিয়ে Ok ক্লিক করে দিলে নাম্বার সিরিয়াল হয়ে যাবে। |
৩ | পেজ মার্জিন কিভাবে দেখাতে হয়ঃ- | প্রথমে Start মেনুতে ক্লিক করে Word Options এ ক্লিক করতে হবে। এরপর Advanced অপশনে গিয়ে Show Text Boundaries অপশন খুজে ক্লিক করে দিতে হবে। |
৪ | কিভাবে টেবিল বিভক্ত বা সংযুক্ত করবেনঃ- | প্রথমে যে পর্যন্ত টেবিল উপরে বা নিচে নিতে চান সে পর্যন্ত সিলেক্ট করে নিতে হবে। এরপর Alt + Shift এবং Up বা Down বাটনে ক্লিক করতে হবে। তাহলে টেবিলটি দু ভাগে বিভক্ত হয়ে যাবে অথবা দু ভাগে বিভক্ত টেবিলটি সংযুক্ত হয়ে যাবে। |
৫ | সহজে কিভাবে প্রতি পেজে টেবিল হেডার সংযুক্ত করবেনঃ- | প্রথমে টেবিল হেডার Select করে, মাউচের রাইট বাটন ক্লিক করতে হবে তারপর Table Properties অপশনে ক্লিক করতে হবে। তারপর Row অপশনে ক্লিক করে Repeat as header row at the top of each page অপশনে টিক মার্ক দিয়ে Ok বাটনে ক্লিক করতে হবে। তাহলে সহজে প্রতি পেজে টেবিল হেডার সংযুক্ত সংযুক্ত হয়ে যাবে। |
৬ | কিভাবে লাইনের মাঝখানের স্পেস কমাবেনঃ- | প্রথমে লেখা গুলো Select করে Page Layout অপশনে ক্লিক করতে হবে। তারপর Paragraph এর Spacing বা Left Right Before After এ চারটি খালি ঘরেই 0 লিখে Enter বাটুনটি টিপতে হবে। তাহলে লাইনের মাঝখানের স্পেস কম হয়ে যাবে। |
৭ | কিভাবে শব্দের মাঝখানের অতিরিক্ত স্পেস কমাবেনঃ- | প্রথমে লেখা গুলো Select করে Ctrl + H বাটুনটি টিপতে হবে। তারপর Find & Replace নামে একটি বক্স আসবে। তারপর Find what খালি ঘরে ^ এবং ছোট হাতের w লিখতে হবে। তারপর Replece with খালি ঘরে একবার Space দিতে হবে। খেয়াল রাখতে হবে খালি ঘরে আগে থেকে যেনো Space না থাকে। এরপর Replace All অপশনে ক্লিক করতে হবে। তারপর Ok অপশনে ক্লিক করতে হবে। তাহলে শব্দের মাঝখানের অতিরিক্ত স্পেস কমে যাবে। |
৯ | কিভাবে খালি পেজ ডিলেট করবেনঃ- | প্রথমে খালি পেজটি Select করে Delete বাটুনটি টিপতে হবে। তাহলে খালি পেজটি সহজেই Delete হয়ে যাবে। |
১০ | কিভাবে লেখা পেজ ডিলেট করবেনঃ- | প্রথমে লেখা পেজটি Select করে কীবোর্ড থেকে Ctrl + G বাটুনটি টিপতে হবে। তারপর Enter Page Number এর নিচে খালি ঘরে \page লিখে Go To অপশনে ক্লিক করতে হবে। তাহলে পেজটি সিলেক্ট হয়ে যাবে। তারপর Delete বাটুনটি টিপতে হবে। তাহলে লেখা পেজ ডিলেটি হয়ে যাবে। |
১১ | এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বাংলা লিখা নিলে ভেঙে যায় কিভাবে ঠিক করবেনঃ- | প্রথমে অফিস অপশনে ক্লিক করতে হবে। তারপর Save As অপশনে ক্লিক করতে হবে। তারপর Save as type অপশনে ক্লিক করে Word Document অপশনের পরিবর্তে Rich Trxt Formet অপশনটি Selct করে Save অপশনে ক্লিক করতে হবে। তাহলে লেখাটি আর ভেঙ্গে যাবে না। |
বাংলায় ভগ্নাংশ কিভাবে লিখবেন
MS Word অন করার পর Page Leyout অপসনে গিয়ে Page Size ও Margin ঠিক করে নিতে হবে।
এরপর Page Header লিখে নিতে হবে। ও একবার Enter এ ক্লিক করতে হবে।
টেবিলের প্রয়োজন হলে টেবিল ছক তৈরি করে নিতে হবে।
টেবিল ছক তৈরি করতে Insert অপসনে ক্লিক করতে হবে। তারপর Table অপসনে ক্লিক করে প্রয়োজন মতো টেবিল ছক তৈরি করে নিতে হবে।
যেখানে ভগ্নাংশ হিসাবে লিখতে চান সেখানে মাউচের কার্সার নিয়ে গিয়ে ক্লিক করতে হবে এবং Insert অপসনে ক্লিক করতে হবে।
তারপর Equation অপসনে ক্লিক করতে হবে। x/y Fraction অপসনে ক্লিক করে, প্রথম ঘরে ক্লিক করতে হবে।
এরপর ভগ্নাংশের একটি ঘর দেখতে পাবেন। ভগ্নাংশের উপরের ঘরে 1 লিখুন ও নিচের ঘরে 2 লিখুন।
এরপর ভগ্নাংশের সম্পূর্ণ লেখাটি Select করে abc Normal Text অপসনে ক্লিক করতে হবে।
তারপর Home অপসনে ক্লিক করতে হবে ও বাংলা ফন্ট Select করে নিতে হবে। তাহলে আপনার কাঙ্খিত লেখাটি বাংলা হয়ে যাবে।
এরপর ভগ্নাংশের উপরের ঘরে ক্লিক করে লেখাটি পরিবর্তন করতে পারবেন। একই ভাবে নিচের ঘরে ক্লিক করে লেখাটি পরিবর্তন করতে পারবেন।
অথবা
Ctrl + F9 বাটুনটি টিপার পর {} দ্বিতীয় বন্ধনী আসবে। তার মাঝখানে ঠিক eq \f(1,2) এভাবে লিখতে হবে।
উদহারণঃ- {eq \f(1,2)}
এরপর লেখাটির উপর রাইট ক্লিক করে Toggle Field Codes লেখাটির উপর লেফট ক্লিক করতে হবে।
বা Shift + F9 বাটুনটি টিপতে হবে।
তাহলে আপনার কাঙ্খিত লেখাটি ভগ্নাংশের পরিবর্তন হয়ে যাবে।
এরপর আপনি চাইলে লেখাটি Select করে ইংরেজি ফন্ট বা বাংলা ফন্ট পরিবর্তন করতে পারবেন।
কী বোর্ড সর্টকাট
ক্রমিক | Ctrl + | অক্ষর | ইংরেজি | বাংলা |
---|---|---|---|---|
১ | Ctrl + | A | Select All | সব নির্বাচন করুন |
২ | Ctrl + | B | Bold | অক্ষর মোটা করা |
৩ | Ctrl + | C | Copy | অক্ষর কপি করা |
৪ | Ctrl + | D | Font Style | অক্ষরের ধরন |
৫ | Ctrl + | E | Center Text | অক্ষর মাঝখান বরাবর |
৬ | Ctrl + | F | Find the Text | অক্ষর অনুসন্ধান করুন |
৭ | Ctrl + | G | Go to | পেজ নির্বাচন করুন |
৮ | Ctrl + | H | Find and Replace | অনুসন্ধন ও পরিবর্তন করুন |
৯ | Ctrl + | I | Italic Text | অক্ষর বাঁকা করা |
১০ | Ctrl + | J | Justify | লাইন সমান সমান করা |
১১ | Ctrl + | K | Create a HyperLink | লিংক সংযুক্ত করুন |
১২ | Ctrl + | L | Left align Text | বাম পাশে সমান্তরাল |
১৩ | Ctrl + | M | Indent Selected Text | বাম পাশে জায়গা খালি হবে |
১৪ | Ctrl + | N | Create a New Page | নতুন পেজ খুলবে |
১৫ | Ctrl + | O | Open File | পুরাতন ফাইল খুলুন |
১৬ | Ctrl + | P | প্রিন্ট করুন | |
১৭ | Ctrl + | Q | Reset Paragraph | একবারে আগের অবস্থান |
১৮ | Ctrl + | R | Right align Text | ডান পাশে সমান্তরাল |
১৯ | Ctrl + | S | Save the Document | ডকুমেন্ট সংরক্ষণ করুন |
২০ | Ctrl + | T | Indent (After First Line) | প্রথম লাইন ছাড়া সব ডান দিকে সরে যাবে |
২১ | Ctrl + | U | Underline Selected Text | শব্দ বা লাইনের নিচে দাগ দেওয়া |
২২ | Ctrl + | V | Paste | সংযুক্ত করা |
২৩ | Ctrl + | W | Close the Document | ডকুমেন্ট বন্ধ করুন |
২৪ | Ctrl + | X | Cut Selected Text | অপসরণ করুন |
২৫ | Ctrl + | Y | Redo | পরবর্তী |
২৬ | Ctrl + | Z | Undo | পূর্ববর্তী |
Advance Trick অগ্রিম কৌশল কী বোর্ড সর্টকাট
ক্রমিক | Ctrl + | অক্ষর | ইংরেজি | বাংলা |
---|---|---|---|---|
১ | Windows + | + | Zoom In | বড় করুন |
২ | Windows + | - | Zoom Out | ছোট করুন |
৩ | Ctrl + Shift + | Esc | Task Manager Open | টাক্স ম্যানেজার ওপেন |
৪ | Windows + | L | Screen Lock | স্কিন লক |
৫ | Windows + | Arrow Key | Screen Multi Page | স্কিন মাল্টি পেজ |
৬ | Windows + | R | Screen Lock | রান খুলুন |
৭ | Windows + | I | Settings Open | সিটিং খুলুন |
৮ | Windows + | Prt Sc | Skin Shots | স্কিন সট |
৯ | Windows + Shift + | S | Skin Shots at Specific Locations | নির্দিষ্ট স্থানে স্কিন সট |
১০ | Windows + | D | All Windows Minimize | সমস্ত পেজ অদৃশ্য |
১১ | Windows + | Tab | All Programs Open | সমস্ত প্রোগ্রাম খুলুন |
১১ | Windows + Ctrl + | D | Virtual Windows Open | নতুন উইন্ডোজ খুলুন |
No comments