Header Ads






Japan Information


জাপানের অবস্থানঃ-

জাপানের আয়তনঃ-

৩ লক্ষ ৭৭ হাজার ৯৭২ বর্গ কিলোমিটার।

বাংলাদেশ থেকে জাপানের দূরত্বঃ-

৪ হাজার ৭৬৬ কিলোমিটার। Map

বাংলাদেশ থেকে জাপান যেতে কত টাকা লাগে

প্রায় ১৫ থেকে ২০ লক্ষ টাকার মধ্যে

ঢাকা টু জাপান বিমান ভাড়া কত

বিমান ভাড়া

জাপানের জনসংখ্যাঃ-

মোটঃ- ১২৩, ২৯৪, ৫১৩ জন ২০২৩ সাল অনুযায়ী
১২ কোটি ৬৮ লক্ষ ৬০ হাজার ৩ শত ১ জন। ২০২৩ সাল অনুযায়ী
পুরুষঃ- জন
মহিলাঃ- জন

জাতীয় ভাষা

জাপানি

জাতীয় সঙ্গীত

কিমিগায়ো

জাতীয়তাসূচক

জাপান

রাজধানী

টোকিও

সম্রাট

নারুহিতো

প্রধানমন্ত্রী

ফুমিও কিশিদা

সরকার

এককেন্দ্রিক সংসদীয় সাংবিধানিক রাজতন্ত্র

দ্বীপের সংখ্যাঃ-

জাপান দেশটির প্রায় ৬৮ ৫২টি দ্বীপের সমন্বয়ে গঠিত।

মুদ্রা

ইয়েন

জাপানি টাকার মান

জাপানের ১০০ টাকা বাংলাদেশে ৮০ টাকা

জাপানের সঠিক সময়

বাংলাদেশের সময় থেকে আরও তিন ঘন্টা সময় যোগ করতে হবে

গাড়ী চালনার দিক

বাম

কলিং কোড

+৮১

ইন্টারনেট টিএলডি

.jp

জাপানের শহরগুলোর নামঃ-

সূর্যোদয়ের দেশ জাপান পূর্ব এশিয়ার সর্বাধুনিক রাষ্ট্র। প্রায় ছোট বড় ৩০০০ দ্বীপের সমন্বয়ে এ দেশটি গঠিত। টোকিও জাপানের বৃহত্তম শহর ও রাজধানী। বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরগুলোর একটি টোকিওতে প্রায় ৯০ লাখ লোকের বাস। টোকিও ছাড়াও অন্যান্য শহরগুলোর মধ্যে রয়েছে ইযুমো, ইয়োকোহামা, সাপ্পোরো প্রভৃতি।

জাপানের ধর্মঃ-

জাপানের প্রধান দুইটি ধর্ম হলো শিন্তো ও বৌদ্ধ। বেশিরভাগ জাপানিরাই এই দুই ধর্মের অনুসারী। শিন্তো ধর্ম জাপানের প্রাচীন ধর্ম। এছাড়াও জাপানের আরো বেশ কয়েকটি নতুন ধর্মের ও প্রচলন রয়েছে। এছাড়াও জাপানে রয়েছে প্রায় ৩০ লাখ খ্রিষ্টান ধর্মের অনুসারী। বর্তমানে অনেক জাপানিজ বেশ কিছু নতুন নতুন ধর্মে উপর বিশ্বাস স্থাপন করেছে, যেগুলো শিন্তু, বৌদ্ধ ধর্ম ,ইসলাম ধর্ম ইত্যাদি ।

জাপানের খেলা-

জাপানের জাতীয় খেলা সুমো, জাপানই একমাত্র দেশ যেখানে প্রাচীন এ সুমো খেলা পেশাদারীভাবে খেলা হয়। এই খেলাটা মূলত কুস্তির মত । এই খেলাটা দুটি কুস্তিগীর ব্যক্তির মধ্যে সংঘটিত হয়ে থাকে । এই খেলা জয়লাভ করার জন্য প্রথম কুস্তিগীর দ্বিতীয় কুস্তিগীরকে বৃত্তাকার জায়গা থেকে বাইরে ফেলে দিতে হবে । এবং প্রথম কুস্তিগীর দ্বিতীয় কুস্তিগিরকে জোরপূর্বক ঘায়েল করে ভূমি স্পর্শ করতে হবে । আর যদি দুইজন ব্যক্তি একসাথে ভুমি স্পর্শ করে ফেলে । তাহলে সবার আগে যে ভূমি স্পর্শ করতে পারবে তাকে বিজয়ী বলে গণ্য করা হবে । তবে ফুটবলেও জাপান বেশ আত্নবিশ্বাসী দল।

জাপানের জাতীয় ফুল

জাপানে অনেক ধরনের ফুল পাওয়া যায় । তার মধ্য থেকে জাপানের জাতীয় ফুলের নাম চেরি ফুল । জাপানিরা সাধারণত চেরি ফুলকে সাকুরা ফুল বলে । চেরি ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে যেমন সাদা লাল গোলাপি হলুদ ইত্যাদি ।

জাপানের প্রধান খাদ্য কি

জাপানে প্রায় সকল ধরনের খাবার পাওয়া যায় । তারা সব ধরনের খাবার খেয়ে থাকে । তবে তাদের জাতীয় প্রদান খাবার হচ্ছে নুডলস সাথে তারা ভাত ও সুপ খেয়ে থাকে । তাদের দেশে একটি দ্বীপ দেশ হওয়ার কারণে , সেখানে প্রচুর সামগ্রিক খাবার পাওয়া যায় । তারা সামুদ্রিক মাছও বেশি খায় ।

জাপানের ঋতু

জাপান মূলত এশিয়া মহাদেশে অবস্থিত হওয়ার কারণে , জাপানের ঋতু এশিয়া মহাদেশের মতোই । জাপানে মূলত চারটি ঋতু , জাপানের চারটি ঋতুর নাম হচ্ছে গ্রীষ্ম, শরৎ, শীত ও বসন্ত ।

জাপান যাওয়ার জন্য এয়ারলাইন্স গুলো ভাড়া

বাংলাদেশ থেকে জাপান যাওয়ার জন্য যে সকল এয়ারলাইন্স গুলো সব থেকে বেশি ব্যবহার করা হয় তার একটি ভাড়ার তালিকা নিচে প্রকাশ করা হলো।

মালিঙ্গ এয়ারলাইন : বাংলাদেশ থেকে জাপান যাওয়ার জন্য যাত্রীরা যে সকল এয়ারলাইন্স ব্যবহার করে তার মধ্যে অন্যতম এটি। যাদের বাজেট অল্প এবং স্বল্প টাকার মধ্যে জাপান যেতে চান তাদের জন্য উক্ত এয়ারলাইন্স ব্যাপক সুবিধা দিয়েছে। মানিক্য এয়ারলাইন্স আপনাকে মাত্র ৮০ হাজার টাকার মধ্যে জাপান পৌঁছে দেবে।

এশিয়া এয়ারলাইন্স : কম খরচের মধ্যে আরও একটি ভালো এয়ারলাইন্স এটি । আপনি যদি লাখ টাকার নিচে বিমান ভাড়া দিয়ে জাপান যেতে চান তাহলে এই দুইটি এয়ারলাইন্সের মাধ্যমে আপনাকে যেতে হবে। যদিও মালিঙ্গা থেকে এশিয়া এয়ারলাইনসের খরচ কিছুটা বেশি।

যারা মনে করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর মাধ্যমে জাপান যাবেন তাদের জন্য খরচ কিছুটা বেশি হবে । এক্ষেত্রে বর্তমান সময়ে প্রায় এক লক্ষ দশ হাজার টাকার মত বিমান ভাড়া নেয়া হয় জাপান যাওয়ার জন্য। তবে সময়ের পরিপ্রেক্ষিতে উক্ত টাকার পরিমাণ টা কিছুটা কম বেশি হতে পারে।

১ লক্ষ টাকার মধ্যে আরও একটি ভালো এয়ারলাইন্স হলো চাইনা China Southern। উক্ত এয়ারলাইন্সের মাধ্যমে আপনারা খুবই কম সময়ের মধ্যে জাপান পৌঁছাতে পারবেন।

যারা মনে করেন জাপানে যাওয়ার জন্য একটি ভালো এয়ারলাইন্স প্রয়োজন। খুবই দ্রুত এবং ঝামেলা মুক্তভাবে যদি জাপানে পৌঁছাতেন চান তাহলে মালয়েশিয়া এয়ারলাইন্স এবং সিঙ্গাপুর এয়ারলাইন্স আপনাদের জন্য প্রয়োজন । উক্ত দুইটি এয়ারলাইন্স এর মাধ্যমে আপনারা খুবই দ্রুত এবং আরামদায়কভাবে জাপান পৌছাতে পারবেন।

মালয়েশিয়া এয়ারলাইন জাপানে পৌঁছানোর জন্য প্রায় ১ লক্ষ ৩০ হাজার টাকার মতো নিবে অপরদিকে সিঙ্গাপুর এয়ারলাইন্স লক্ষ পঞ্চাশ হাজার টাকার মত লাগবে। তবে উক্ত এয়ারলাইন্সগুলোতে থাকবে না কোন ঝামেলা এবং দুশ্চিন্তা। খুবই অল্প সময়ের মধ্যে নিরাপদে পৌঁছে যেতে পারবেন জাপানে।

ঢাকা টু জাপান বিমান ভাড়া কত

ঢাকা থেকে জাপান যাওয়ার জন্য যে সকলে এয়ারলাইন্স গুলো ব্যবহার করা হয় তাদের মধ্যে কিছু উপরে উল্লেখ করা হয়েছে। উক্ত এয়ারলাইন্স গুলোর মাধ্যমে আপনারা ঢাকা থেকে জাপান যেতে পারবেন। ঢাকা থেকে জাপান যাওয়ার জন্য একজন যাত্রীর ৮০ হাজার থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত বিমান ভাড়া লাগবে। তবে জেনে রাখা উচিত যে বিভিন্ন ক্ষেত্রে সামান্য পরিমাণ কম অথবা বেশি বিমান ভাড়া হতে পারে।

বাংলাদেশ থেকে জাপান যেতে কত সময় লাগে

বাংলাদেশ থেকে জাপান যেতে কত সময় লাগে এটা মূলত নির্ভর করে আপনার এয়ারলাইন্স এর ওপর। আপনার ভ্রমণকৃত এয়ারলাইন্স যদি উন্নত হয় তাহলে আপনাকে খুবই অল্প সময়ের মধ্যে যাপান পৌঁছে দেবে। আমরা জানি জাপান থেকে বাংলাদেশের দূরত্ব ৪৭৬৬ কিলোমিটার।

জাপানে আকাশ পথে যাওয়ার জন্য সময় লাগবে প্রায় ১৪ থেকে ১৫ ঘণ্টার মতো। তবে বিভিন্ন এয়ারলাইন্সগুলো যাত্রাপথে বিরতি দেওয়ার কারণে সর্বমোট ২৩ থেকে ২৬ ঘন্টার মধ্যে জাপান পৌছানো যায়।

No comments

Powered by Blogger.