Manus Boroi Sattho Por || ❝ মানুষ বড়ই সার্থপর ❞
মানুষ বড়ই স্বার্থপর
বাউল সুকুমার
♬♬
মানুষ বড়ই স্বার্থপর রে - বড়ই স্বার্থপর
বুকের মাঝে জায়গা দিলে - যতন কইরা ভাঙ্গেরে অন্তর
মানুষ বড়ই স্বার্থপর রে - বড়ই স্বার্থপর
বুকের মাঝে জায়গা দিলে - যতন কইরা ভাঙ্গেরে অন্তর
অচেনা এক জংলা পাখি - যতন কিইরা বুকে রাখছি
বুকের পাজর ভাইঙ্গা সেজে - সাজায় অন্যের ঘর রে
সাজায় অন্যের ঘর
মানুষ বড়ই স্বার্থপর রে - বড়ই স্বার্থপর
বুকের মাঝে জায়গা দিলে - যতন কইরা ভাঙ্গেরে অন্তর
বুকের মাঝে জায়গা দিলে - যতন কইরা ভাঙ্গেরে অন্তর
হাসতে শিখায় যেই মানুষটা - তার হাসি নেয় কেরে
সুযোগ পাইলে বিষ ঢেলে দেয় - সাজানো সংসারে
হাসতে শিখায় যেই মানুষটা - তার হাসি নেয় কেরে
সুযোগ পাইলে বিষ ঢেলে দেয় - সাজানো সংসারে
যারে তুমি ভাবো আপন - তারতো নাই তোমায় প্রয়োজন
তোমার বুকে রাইখা মাথা - খুরতাছে কবর রে
মানুষ বড়ই স্বার্থপর রে - বড়ই স্বার্থপর
বুকের মাঝে জায়গা দিলে - যতন কইরা ভাঙ্গেরে অন্তর
বুকের মাঝে জায়গা দিলে - যতন কইরা ভাঙ্গেরে অন্তর
দুই দিনেরি দুনিয়াতে - থাকবে কয়দিন প্রাণ
তবুও কেনো স্বার্থের জন্য - মানুষ হয় বেইমান
দুই দিনেরি দুনিয়াতে - থাকবে কয়দিন প্রাণ
তবুও কেনো স্বার্থের জন্য - মানুষ হয় বেইমান
যারে তুমি ভাবো আপন - তারতো নাই তোমায় প্রয়োজন
তোমার বুকে রাইখা মাথা - খুরতাছে কবর রে
খুরতাছে কবর
মানুষ বড়ই স্বার্থপর রে - বড়ই স্বার্থপর
বুকের মাঝে জায়গা দিলে - যতন কইরা ভাঙ্গেরে অন্তর
বুকের মাঝে জায়গা দিলে - যতন কইরা ভাঙ্গেরে অন্তর
বুকের মাঝে জায়গা দিলে - যতন কইরা ভাঙ্গেরে অন্তর
♬♬
No comments