জমির হিসাব জেনে নিন
জমির হিসাব জেনে নিন
১ মিলি মিটার = কত ?
১ সেন্টি মিটার = ১০ মিলি মিটার
১ ইঞ্চি = ২.৫৪ সেন্টি মিটার / ২৫.৪ মিলি মিটার
১ ফুট = ১২ ইঞ্চি
১ বর্গফুট = দৈর্ঘ্যে ১ ফুট এবং প্রস্থে ১ ফুট
১ গজ = ৩ ফুট বা ৩৬ ইঞ্চি
১ মিটার = ৩ ফুট এবং ৩৯.৩৭ ইঞ্চি / ৩.২৮০৮৪ ফুট
দৈর্ঘ্য কাকে বলে = দুরত্বের পরিমাপকে দৈর্ঘ্য বলে। সাধারণভাবে বললে, কোনো বস্তুর বৃহত্তম মাত্রা হলো দৈর্ঘ্য। উদাহরণস্বরূপ বলা যায়, একটি আয়তক্ষেত্রের বৃহত্তম মাত্রাকে দৈর্ঘ্য বলে
প্রস্থে কাকে বলে = কোনো বস্তু বা জায়গার বিস্তারকে প্রস্থ বলে। সাধারণভাবে বললে, কোনো বস্তুর ক্ষুদ্রতম মাত্রা হলো প্রস্থ। উদাহরণস্বরূপ বলা যায়, একটি আয়তক্ষেত্রের ক্ষুদ্রতম মাত্রাকে প্রস্থ বলে।
দৈর্ঘ্য নির্নয়ের সূত্র = আয়তাকার পৃষ্ঠতলের ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ) বর্গ একক।
ফ্যফ্য
১ শতাংশ = ৪৩৫.৬ বর্গফুট ====== দৈর্ঘ্যে X প্রস্থে = ক্ষেত্রফল
১.৬৫ শতাংশ = ১ কাঠা
৩৩ শতাংশ = ১ বিঘা
২০ কাঠা = ১ বিঘা
১০০ শতাংশ = ১ একর
২৪৭ শতাংশ = ১ হেক্টর
1k = 1000 টি
1 Million মিলিয়ন = 10,00 000 লক্ষ
1 Billion বিলিয়ন = 1000 Million = 100,0 000 000 = 100 কোটি
1 Trillion ট্রিলিয়ন = 1,000 Billion = 1 000 00,0 000 000 = 1 লক্ষ কোটি
1 Quadrillion কোয়াডরিলিয়ন = 1,000 Trillion = 1 000 000 00,0 000 000 = 10 কোটি কোটি
জমি মাপার নিয়ম
আমরা জানি, দৈর্ঘ্যে + দৈর্ঘ্যে = গড় দৈর্ঘ্যে
৫০+৫৫ = ১০৫ ফুট
১০৫ ÷ ২ = ৫২.৫০ ফুট
আমরা জানি, প্রস্থে + প্রস্থে = গড় প্রস্থে
২০+১৫ = ৪৫ ফুট
৪৫ ÷ ২ = ২২.৫০ ফুট
আমরা জানি, দৈর্ঘ্যে X প্রস্থে = ক্ষেত্রফল
৫২.৫০ X ২২.৫০ = ১১৮১.২৫ বর্গফুট
আমরা জানি, ৪৩৫.৬ বর্গফুট = ১ শতাংশ
৭২০ বর্গফুট = ১ কাঠা
১১৮১.২৫ ÷ ৪৩৫.৬ = ২.৭১১ শতাংশ
= ১.৫৪৬ কাঠা
No comments