Table 9
১ম ভিখারি : আমার যদি ৫ কোটি টাকা থাকতো তাহলে একটা শপিংমল তৈরি করতাম!
২য় ভিখারি : তারপর কী করতি?
১ম ভিখারি : সেই শপিংমলের সামনে দাঁড়াইয়া ভিক্ষা করতাম!
সৌরভ হোসেন, ফুলবাড়ি, দিনাজপুর
সিয়াম : তুই সাঁতার জানিস না!
সাদ : না, জানি না। তুই কি সাঁতার জানিস?
সিয়াম : জানিই তো! গরুও সাঁতার জানে। আর তুই জানিস না।
সাদ : তাহলে তোর আর গরুর মধ্যে কোনো পার্থক্য নেই!
সাকিফ হোসাইন সাদ, উকিলপাড়া, সদর, সুনামগঞ্জ
দুই বন্ধুর মধ্যে কথোপকথন-
১ম বন্ধু : গতকাল একটা বাঘকে ইয়া জোরে ঘুষি মারছি।
২য় বন্ধু : বলিস্ কী?
১ম বন্ধু : এরপর একটা হাতিকে পা ধরে আছাড় দিয়েছি।
২য় বন্ধু : তারপর কী হলো?
১ম বন্ধু : এরপর আমাকে খেলনার দোকান থেকে বের করে দিয়েছে।
জাবির আহম্মেদ জিহাদ, ইসলামপুর, জামালপুর
একদিন এক চিড়িয়াখানায় দেখা গেল, সব প্রাণী হাসছে। শুধুমাত্র একটি গাধা চুপচাপ দাঁড়িয়ে আছে। তার তিন দিন পর, দেখা গেল শুধুমাত্র গাধাটি হাসছে অথচ সব প্রাণী চুপচাপ। এক ভদ্রলোক জিজ্ঞেস করলেন ব্যাপার কী? তখন এক শেয়াল বললো আফ্রিকা থেকে আসা এক বানর তিন দিন আগে কৌতুক বলেছিল। সেটি বুঝতে পেরে গাধাটি হাসছে।
শাফায়েত জাবির, মিরপুর, কুষ্টিয়া
জেলার : আপনি জেলারের পদে কাজ করতে পারবেন?
প্রার্থী : অবশ্যই পারব স্যার।
জেলার : বলেন তো কয়েদিরা ঝামেলা করলে কী করবেন?
প্রার্থী : এক ঝাড়ি দিয়ে থামিয়ে দেবো স্যার !
জেলার : যদি বেশি বেয়াদবি করে?
প্রার্থী : থাপ্পড় দিয়ে ওদেরকে জেল থেকে বের করে দিবো স্যার।
উছাবিন হোসেন, বাঘা, রাজশাহী
No comments