আরবি بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
উচ্চারণ :বিসমিল্লাহির রহমা-নির রহি-ম।
অনুবাদ / অর্থ :শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
|
আরবি الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
উচ্চারণ :আলহামদু লিল্লাহি রব্বিল আ -লামি-ন।
অনুবাদ / অর্থ :যাবতীয় প্রশংসা আল্লাহ তা’আলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।
|
আরবি الرَّحْمَٰنِ الرَّحِيمِ
উচ্চারণ :আররহমা-নির রাহি-ম।
অনুবাদ / অর্থ :যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু।
|
আরবি مَالِكِ يَوْمِ الدِّينِ
উচ্চারণ :মা-লিকি ইয়াওমিদ্দি-ন।
অনুবাদ / অর্থ :বিচার দিনের একমাত্র অধিপতি।
|
আরবি إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
উচ্চারণ :ইয়্যা-কা না’বুদু ওয়া ইয়্যা-কা নাসতাই’-ন
অনুবাদ / অর্থ :আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।
|
আরবি اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
উচ্চারণ :ইহদিনাস সিরাতা’ল মুসতাকি’-ম
অনুবাদ / অর্থ :আমাদের সরল পথ দেখাও।
|
আরবি صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ
উচ্চারণ :সিরাতা’ল্লা যি-না আনআ’মতা আ’লাইহিম
অনুবাদ / অর্থ :সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ।
|
আরবি غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
উচ্চারণ :গা’ইরিল মাগ’দু’বি আ’লাইহিম ওয়ালা দ্দল্লিন।
অনুবাদ / অর্থ :তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।
|
No comments