Header Ads






ট ভাষা শিখুন মাত্র ৫ মিনিটে


ট ভাষা শিখুন মাত্র ৫ মিনিটে


img


ট ভাষা


“ ইটামি তিটুমাকে ভিটালো বিটাসি ” - এই ভাষাটা কিভাবে শেখা যায় ?

✶⊶⊷ স্বরবর্ণের ক্ষেত্রে সূত্রঃ-প্রথম অক্ষরের সাথে অবশ্যই ি কার

✶⊶⊷ ব্যান্জ্ঞনবর্ণের ক্ষেত্রে সূত্রঃ- প্রথম অক্ষরের সাথে অবশ্যই ি কার ও দ্বিতীয় অক্ষর হিসাবে ট নিতে হবে যদি মূল শব্দের প্রথম অক্ষরের সাথে কোন মাত্রা থাকে তাহলে সেই মাত্রা ট অক্ষরের সাথে মিলিয়ে শব্দের বাকি অক্ষর গুলি উচ্চারণ করতে হবে।

প্রত্যেকটি শব্দের প্রথমে ইট যোগ করে বলতে হবে।
যেমন-
★✼☆ আমি ---- ইট+আমি = ইটামি,
★✼☆ বই ---- ইট+বই = বিটই,
★✼☆ ভালোবাসি ---- ইট+ভাল+ইট+বাসি = ভিটালোবিটাসি,

❊ ════ ✧∭✧∰ উদাহরণ তিনটি খেয়াল করতে হবে। প্রথম শব্দটি শুরু হয়েছে স্বরবর্ণ, দ্বিতীয়টি এবং তৃতীয়টি ব্যান্জ্ঞনবর্ণ দিয়ে কিন্তু তৃতীয়টি দুই সিলেবাল বিশিষ্ট ।

❖ কোন শব্দ যখন স্বরবর্ণ দিয়ে শুরু হবে, তখন ঐ স্বরবর্ণটি ইট-এর ট-এর সাথে যুক্ত হবে। ই এর কোন পরিবর্তন হবে না। যেমন- আমি ---- ইট+আমি, ইট+আ+মি, ইটা+মি=ইটামি।

❖ শব্দ যখন ব্যান্জ্ঞনবর্ণ দিয়ে শুরু হবে, তখন ইট-এর ই মূল শব্দের প্রথম অক্ষর-এর সাথে যুক্ত হবে, তারপর ট এবং মূল শব্দের বাকি অংশ বসবে। মূল শব্দের সাথে যদি কোন কার থাকে তাহলে সেটি ইট - এর ট এর সাথে যুক্ত হবে। যেমন- বই ---- ইট+বই, ই+ব+ট+ই, বি+টই = বিটই। ভালো ---- ইট+ভালো, (ই+ভ)+(ট+া)+লো = ভিটালো।

❀•✠✿❂ প্রথমত, এটা কোনো ভাষা না। যদিও 'ট' ভাষা বলা হয়। বাংলা ভাষা একটু কায়দা করে বলা(ছোটদের মধ্যে প্রচলিত) যেকোনো বাক্য এভাবে বলতে চাইলে বাক্যের প্রতিটি শব্দের প্রথম অক্ষরে ই কার দিবেন। প্রথম অক্ষরে যে কার ছিল সেটি দ্বিতীয় অক্ষর উচ্চারনের আগে ট এর সাথে উচ্চারন করবেন।একটি শব্দের প্রতি দুই অক্ষরে একবার ট বসানোর পদ্ধতি প্রয়োগ করবেন(যুক্তবর্নের ক্ষেত্রে প্রযোজ্য নয়)। শেষে একটি অক্ষর থেকে গেলে রেখে দিবেন।

যেমন:
❃• আপনি একটি অদ্ভুত প্রশ্ন করেছেন।
ইটাপনি ইটেকটি ইটদ্ভুত পিট্রশ্ন কিটরেছেন।
❃• ছোটবেলার কথা মনে পড়ে গেল। বাচ্চাদের কাছ থেকে কথা গোপনের পদ্ধতি। কিন্তু এতে কথা গোপন না থাকলেও শুনতে মজা লাগে ছিটোটবিটেলার কিটথা মিটনে পিটড়ে গিটেল। বিটাচ্চাদিটের কিটাছ থিটেকে কিটথা গিটোপনের পিটদ্ধতি। কিটিন্তু ইটেতে কিটথা গিটোপন নিটা থিটাকলিটেও শিটুনতে মিটজা লিটাগে।

ইটামি তিটুমাকে ভিটালো বিটাসি এর অর্থ হলো আমি তুমাকে ভালোবাসি । এই ভাষাটি শেখার জন্য যেটা করতে হবে তা হলো শব্দের প্রথম অক্ষরটিকে ই - ি কারে নিয়ে আসতে হবে এবং পরে ট অক্ষরটি যোগ করতে হবে অর্থাৎ আমি= ই+টা+মি, তোমাকে=তি+টো+মাকে, ভালো=ভি+টা+লো, বাসি=বি+টা+সি। অন্য আরেকটি উদাহরণ দিয়ে দেখি, আকাশ সুন্দর= ইটাকাশ সিটুন্দর। যা ভেঙ্গে দেখি আকাশ = ই+টা+কাশ, সুন্দর = সি+টু+ন্দর, আজ দিনটি ভালো = ইটাজ দিটনটি ভিটালো।

বিঃ দ্রঃ ════ আরো অনেক কিছু যোগ করে কথা বলতে পারেন। যেমন- অয়+র যোগ করে একটি বাক্য বলছি: কয়রত হয়রাতি গয়রত তয়রল , ময়রশা বয়রলে কয়রত জয়রল।

No comments

Powered by Blogger.