বিধি কলমে নাই কালি
বিঁধি কলমে নাই কালি
মুজিব পরদেশী
♬♬
বিঁধি কলমে নাই কালি
আমার ওই পোঁড়া কপালে
এইকি লেইখা ছিলিরে
কলমে কি নাই কালিরে ? বিঁধি…..
কলমে নাই কালি
আমার ওই পোড়া কপালে এইকি লেইখা ছিলিরে
কলমে কি নাই কালিরে ।।
বিধি …কলমে কি নাই কালিরে …
ভক্তের অধিন আছোরে তুমি
সর্বমতে জানি
তবে কেন আমার কর্মে এত জ্বালা দিলিরে
কলমে কি নাই কালিরে …বিধি
কলমে কি নাই কালিরে …
যেদিকেতে আমি রে যাই
কেউরে না পাই ….
যেদিকে তে আমিযে যাই চিনেনা কেউ আমায়
সঙ্গের সাথী ছিলো যারা সবাই গেছে ভুলিরে
কলমে কি নাই কালিরে ..বিধি …
আপন ভাইব্যা যারে ধরি
সে দেয় মাথায় বারি
কোন দোষেতে বিধি আমায় ওকুলে ভাসাইলিরে …
কলমে কি নাই কালিরে ? বিঁধি…..
বিঁধি কলমে নাই কালি
আমার ওই পোঁড়া কপালে
এইকি লেইখা ছিলিরে
কলমে কি নাই কালিরে ? বিঁধি….. (২)
♬♬
No comments