Header Ads






Bangladesh Police Constable Job Circular 2021 | বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে নিয়োগ - ২০২১

কনস্টেবল পদে ৩ হাজার সদস্য নিয়োগ - ২০২১


নিয়োগ পাবেন ২,৫৫০ জন পুরুষ ও ৪৫০ জন নারী


Snow

ট্রেইনি রিক্রুট কনেস্টেবল (টি আর সি) পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন জড়িত হলে গ্রাফতার ও নিয়োগ বাতিল করা হবে।



১. জেলাভিত্তিক শূন্য পদের বিবারণঃ-

ট্রেইনি রিক্রুট কনেস্টেবল (টি আর সি) পদে নিয়োগের লক্ষে জেলাভিত্তিক শূন্য পদের বিবারণ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

 ২. প্রার্থীর যোগ্যতাঃ-

২.১ বয়সঃ- 

বয়সসীমা বয়সসীমা নিধারিত তারিখ
১৮ হতে ২০ বছর যে সকল প্রার্থীর বয়স ০৭ অক্টোবর ২০২১ তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন। তবে ২৫ মার্চ ২০২০ তারিখে যারা সর্বোচ্চ বয়সসীমায় পৌঁছেছেন তারাও আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন। এ ক্ষেত্রে মুক্তিযুদ্ধা ও অন্যান্য কোটার জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে।
২.২ শিক্ষাগত যোগ্যতাঃ- এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ ২.৫ / সমমান);
২.৩ জাতীয়তাঃ- বাংলাদেশের স্থায়ী নাগরিক (পুরুষ ও নারী );
২.৪ বৈবাহিক অবস্থাঃ- অবিবাহিত (তালাকপ্রপ্ত / তালাকপ্রপ্তা নয়); এবং
২.৫ শারীরিক মাপঃ-

বিবারণ পুরুষ নারী প্রাথী
উচ্চতা বুকের মাপ ওজন
বুকের মাপ সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি। মুক্তিযুদ্ধা (মুক্তিযুদ্ধার সন্তানের সন্তান ব্যতীত ) কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি।
ওজন বয়স ও উচ্চতাব সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। বয়স ও উচ্চতাব সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হব।
দৃষ্টিশক্তি ৬ / ৬ ৬ / ৬
৩. অনলাইনে আবেদনের নিয়মাবলিঃ-

৩.১ প্রথম ধাপঃ-

আগ্রহী প্রার্থীরা অনলাইনে https://police.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে কনস্টেবল পদে আবেদন করতে পারবেন। লিঙ্কে গিয়ে লগইন করে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম সঠিক ভাবে পূরণের লক্ষে উক্ত লিঙ্কে সহায়ক হিসেবে ভিডিও টিউটরিয়াল এবং ফরম পূরনের নির্দেশিকা দেয়া থাকবে। এবং উক্ত লিঙ্কের অপশন ব্যবহার করে ফরম পূরনের প্রয়োজনীয় সহায়তা নেয়া যাবে।
আবেদনের সময় ১০ সেপ্টেম্বর ২০২১ সকাল ১০.০০ ঘটিকা হতে বিকাল ০৫.০০ ঘটিকা পর্যন্ত।
আবেদন ফরম পূরন করার অব্যবহিত পরে যোগ্য প্রার্থীগণ একটি User ID পাবেন। উক্ত ID তে আবেদন ফরম পূরণের ৭২ ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রি-পেইড মোবাইল হতে ৩০ টাকা সার্ভিস চার্জ বাবদ (অফেরতযোগ্য) জমা করতে হবে।
Online আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০ Pixel) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করতে হবে।
প্রার্থীকে Online এ পূরণক্রিত আবেদনপত্রের তথ্য পরবতী সকল
আবেদনের সময় ১০ সেপ্টেম্বর ২০২১ সকাল ১০.০০ ঘটিকা হতে বিকাল ০৫.০০ ঘটিকা পর্যন্ত।


৪. নির্বাচন পদ্ধতিঃ-

৩.১ প্রথম ধাপঃ-

কোন জেলায় কোন সময় কোন পরীক্ষা

জেলার নাম শারীরিক মাপ Physical Endurance Test লিখিত পরীক্ষা মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা
ফরিদপুর, রাজবাড়ী, চাদপুর, খাগড়াছড়ী, নাওগা, পটুয়াখালী, খুলনা, ঝিনাইদহ, লালমনিরহাট, ময়মনসিংহ ২৫-২৭ অক্টোবর,২০২১ ০৮.০০ ঘটিকা ২৮ অক্টোবর,২০২১ ১৪.০০ ঘটিকা ৪ নভেম্বর,২০২১ ১০.০০ ঘটিকা
নরসিংদী, গাজীপুর, ফেনী, বান্দরবান, রাজশাহী, নাটোর, বাঘেরহাট, রংপুর, ভোলা, সুনামগঞ্জ নাত্রকোণা ২৯-৩১ অক্টোবর,২০২১ ০৮.০০ ঘটিকা ১ নভেম্বর,২০২১ ১৪.০০ ঘটিকা ৮ নভেম্বর,২০২১ ১০.০০ ঘটিকা
কিশোরগঞ্জ, টাঙ্গাইল, কুমিল্লা, রাঙ্গামাটি, সিরাজগঞ্জ, দিনাজপুর, কুষ্টিয়া, মাগুরা, পিরোজপুর, সিলেট, শেরপুর ২-৪ নভেম্বর,২০২১ ০৮.০০ ঘটিকা ৫ নভেম্বর,২০২১ ১৪.০০ ঘটিকা ১২ নভেম্বর,২০২১ ১০.০০ ঘটিকা
ঢাকা, মানিকগঞ্জ, কক্সবাজার, ব্রাহ্মনবাড়িয়া জয়পুরহাট, চাপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম, বরিশাল, মৌলভীবাজার, ৮-১০ নভেম্বর,২০২১ ০৮.০০ ঘটিকা ১১ নভেম্বর,২০২১ ১৪.০০ ঘটিকা ১৮ নভেম্বর,২০২১ ১০.০০ ঘটিকা
মন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, বরগুনা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, গাইবান্ধা, পঞ্চগড়, সাতক্ষীরা, মেহেরপুর, পাবনা ১২-১৪ নভেম্বর,২০২১ ০৮.০০ ঘটিকা ১৫ নভেম্বর,২০২১ ১৪.০০ ঘটিকা ২২ নভেম্বর,২০২১ ১০.০০ ঘটিকা
নারায়নগঞ্জ, গোপালগঞ্জ, নীলফামারী, ঠাকুরগাঁও, যশোর, নড়াইল, নোয়াখালী, বগুড়া, ঝালকাঠি, হবিগঞ্জ, জামালপুর ১৬-১৮ নভেম্বর,২০২১ ০৮.০০ ঘটিকা ১৯ নভেম্বর,২০২১ ১৪.০০ ঘটিকা ২৬ নভেম্বর,২০২১ ১০.০০ ঘটিকা

কোন জেলায় কতো জন নিয়োগ পাবে

ক্রমিক জেলার নাম পুরুষ নারী মোট
ঢাকা ২১৩ জন ৩৮ জন ২৫১ জন
গাজীপুর ৬০ জন ১১ জন ৭১ জন
মানিকগঞ্জ ২৫ জন ৪ জন ২৯ জন
মন্সিগঞ্জ ২৫ জন ৫ জন ৩০ জন
নারায়নগঞ্জ ৫২ জন ৯ জন ৬১ জন
নরসিংদী ৩৯ জন ৭ জন ৪৬ জন
ফরিদপুর ৩৪ জন ৬ জন ৪০ জন
গোপালগঞ্জং ২১ জন ৩ জন ২৪ জন
মাদারীপুর ২১ জন ৩ জন ২৪ জন
১০ রাজবাড়ী ১৯ জন ৩ জন ২২ জন
১১ শরীয়তপুর ২০ জন ৪ জন ২৮ জন
১২ কিশোরগঞ্জ ৫২ জন ৯ জন ৬১ জন
১৩ টাঙ্গাইল ৬৪ জন ১১ জন ৭৪ জন
১৪ ময়মনসিংহ ৯১ জন ১৬ জন ১০৭ জন
১৫ জামালপুর ৪১ জন ৭ জন ৪৮ জন
১৬ নেত্রকোনা ৪০ জন ৭ জন ৪৭ জন
১৭ শেরপুর ২৪ জন ৪ জন ২৮ জন
১৮ চট্ট্রগ্রাম ১৩৫ জন ২৫ জন ১৫৯ জন
১৯ বান্দরবান ৭ জন ১ জন ৮ জন
২০ কক্সবাজার ৪১ জন ৭ জন ৪৮ জন
২১ ব্রাহ্মনবাড়িয়া ৫০ জন ৯ জন ৫৯ জন
২২ চাঁদপুর ৪৩ জন ৭ জন ৫০ জন
২৩ কুমিল্লা ৯৫ জন ১৭ জন ১১২ জন
২৪ খাগড়াছড়ি ১১ জন ২ জন ১৩ জন
২৫ ফেনী ২৫ জন ৫ জন ৩০ জন
২৬ লক্ষীপুর ৩১ জন ৫ জন ৩৬ জন
২৭ নোয়াখালী ৫৫ জন ১০ জন ৬৫ জন
২৮ রাঙ্গামাটি ১০ জন ২ জন ১২ জন
২৯ রাজশাহী ৪৬ জন ৮ জন ৫৪ জন
৩০ জয়পুরহাট ১৬ জন ৩ জন ১৯ জন
৩১ পাবনা ৪৫ জন ৮ জন ৫৩ জন
৩২ সিরাজগঞ্জ ৫৫ জন ১০ জন ৬৫ জন
৩৩ নাওগা ৪৬ জন ৮ জন ৫৪ জন
৩৪ নাটোর ৩০ জন ৫ জন ৩৫ জন
৩৫ চাপাইনবাবগঞ্জ ২৯ জন ৫ জন ৩৪ জন
৩৬ বগুড়া ৬০ জন ১১ জন ৭১ জন
৩৭ রংপুর ৫১ জন ৯ জন ৬০ জন
৩৮ দিনাজপুর ৫৩ জন ৯ জন ৬২ জন
৩৯ গাইবান্দা ৪২ জন ৮ জন ৫০ জন
৪০ কুড়িগ্রাম ৩৭ জন ৬ জন ৪৩ জন
৪১ লালমনিরহাট ২২ জন ৪ জন ২৬ জন
৪২ নীলফামারী ৩২ জন ৬ জন ৩৮ জন
৪৩ পঞ্চগড় ১৮ জন ৩ জন ২১ জন
৪৪ ঠাকুরগাঁও ২৫ জন ৪ জন ২৯ জন
৪৫ খুলনা ৪১ জন ৭ জন ৪৮ জন
৪৬ যশোর ৪৯ জন ৯ জন ৫৮ জন
৪৭ ঝিনাইদহ ৩১ জন ৬ জন ৩৭ জন
৪৮ মাগুরা ১৬ জন ৩ জন ১৯ জন
৪৯ নড়াইল ১৩ জন ২ জন ১৫ জন
৫০ বাঘেরহাট ২৬ জন ৫ জন ৩১ জন
৫১ সাতক্ষীরা ৩৫ জন ৬ জন ৪১ জন
৫২ চুয়াডাঙ্গা ২০ জন ৩ জন ২৩ জন
৫৩ কুষ্টিয়া ৩৫ জন ৬ জন ৪১ জন
৫৪ মেহেরপুর ১১ জন ২ জন ১৩ জন
৫৫ বরিশাল ৪১ জন ৭ জন ৪৮ জন
৫৬ ভোলা ৩১ জন ৬ জন ৩৭ জন
৫৭ ঝালকাঠি ১২ জন ২ জন ১৪ জন
৫৮ পিরোজপুর ২০ জন ৩ জন ২৩ জন
৫৯ বরগুনা ১৬ জন ৩ জন ১৯ জন
৬০ পটুয়াখালি ২৭ জন ৫ জন ৩২ জন
৬১ সিলেট ৬১ জন ১১ জন ৭২ জন
৬২ মৌলভীবাজার ৩৪ জন ৬ জন ৪০ জন
৬৩ সুনামগঞ্জং ৪৩ জন ৮ জন ৫১ জন
৬৪ হবিগঞ্জ ৩৭ জন ৭ জন ৪৪ জন
মোট ২,৫৫০ জন ৪৫০ জন ৩,০০০ জন
Snow

No comments

Powered by Blogger.