Header Ads






বিভিন্ন শাস্ত্রের জনক

বিভিন্ন শাস্ত্রের জনক


১। বাংলা গদ্যের জনক কে ?
☞ ঈশ্বর চন্দ্রবিদ্যা সাগর।


২। বাংলা কবিতার জনক কে ?
☞ মাইকেল মধুসূদন দত্ত।


৩। বাংলা উপন্যাসের জনক কে ?
☞ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

৪। বাংলা নাটকের জনক কে ?
☞ দীন বন্ধুমিত্র।

৫। গণিত শাস্ত্রের জনক কে ?
☞ আর্কিমিডিস।


৬। বীজগণিতের জনক কে ?
☞ আল-খাওয়ারিজম।


৭। জ্যামিতির জনক কে ?
☞ ইউক্লিড।

৮। ক্যালকুলাসের জনক কে ? 
☞ আইজ্যাক নিউটন।

৯। ইংরেজি নাটকের জনক কে ?
☞ শেক্সপিয়র।

১০। ইংরেজি কবিতার জনক কে ?
☞ খিউ ফ্রে চসার।


১১। সমাজবিজ্ঞানের জনক কে ?
☞ অগাস্টকোত্।


১২। সামাজিক বিবর্তনবাদের জনক কে ?
হার্বাট স্পেন্সর।

১৩। বিজ্ঞানের জনক কে ?
☞ থ্যালিস।

১৪। আধুনিক বিজ্ঞানের জনক কে ?
☞ রজার বেকন।

১৫। ভূগোলের জনক কে ?
☞ ইরাতেস্থিনিস।


১৬। অর্থনীতির জনক কে ?
☞ এডামস্মিথ।


১৭। আধুনিক অর্থনীতির জনক কে ?
☞ পলস্যামুয়েলসন।

১৮। মনোবিজ্ঞানের জনক কে ?
☞ উইলহেমউন্ড।


১৯। আধুনিক মনোবিজ্ঞানের জনক কে ?
☞ সিগমুন্ড ফ্রয়েড।

২০। রাষ্ট্রবিজ্ঞানের জনক কে ?
☞ এরিস্টটল।


২১। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কে ?
☞ কোলো মেকিয়াভেলী।

২২। চিকিৎসা বিজ্ঞানের জনক কে ?
☞ হিপোক্রেটিস।

২৩। প্রাণিবিজ্ঞানের জনক কে ?
☞ এরিস্টটল।

২৪। উদ্ভিদবিজ্ঞানের জনক কে ?
☞ থিওফ্রাস্টাস।

২৫। রসায়নের জনক কে ?
☞ জাবির ইবনেহাইয়ান।


২৬। ইতিহাসের জনক কে ?
☞ হেরোডোটাস


২৭। দর্শনশাস্ত্রের জনক কে ?
☞ সক্রেটিস।


২৮। আধুনিক গণতন্ত্রের জনক কে ?
 জনলক।

২৯। শারীরবিদ্যার জনক কে ?
☞ উইলিয়ামহার্ভে।

৩০। শ্রেণিবিদ্যার জনক কে ?
☞ ক্যারোলাসলিনিয়াস।

৩১। শ্রেণীকরণ বিদ্যার জনক কে ?
ক্যারোলাস লিনিয়াস।

৩২। জীবাণুবিদ্যার জনক কে ?
→লুই পাস্তুর।

৩৩। বংশগতির জনক কে ?
→গ্রেগর মেন্ডেল।

৩৪। বংশগতি বিদ্যার জনক কে ?
গ্রেগরজোহান মেন্ডেল।


৩৫। আধুনিক জোর্তিবিজ্ঞানের জনক কে ?কোপার্নিকাস।

৩৬। ইউরো মুদ্রার জনক কে ?
→রবার্ট মুন্ডেল।





৩৭। ইন্টারনেটের জনক কে ? 
উত্তরঃ ভিনটনজি কার্ফ

৩৮। WWW এর জনক কে ?
উত্তরঃ টিমবার্নাস লি।

৩৯। ই-মেইল এর জনক কে ?
উত্তরঃ রেটমলি সন।

৪০। ইন্টারনেট সার্চইঞ্জিনের জনক কে ?
উত্তরঃ এলান এমটাজ।

No comments

Powered by Blogger.