Header Ads






১৭ টি মাখরাজ এর বর্ণনা

img
উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আরবী হরফ ২৯ টি, আর হরফ উচ্চারণের স্থান তথা - মাখরাজ ১৭টি।

হরফ উচ্চারণ এর স্থান ৩টি।

১. ঠোট
২. মুখের ভিতর
৩. কণ্ঠ নালী (হলক)


মাখরাজ ১৭ টিঃ

নং বিবরন
নং মাখরাজঃ- হলকের শুরু হতে = হামযা, হা - ء , ه
নং মাখরাজঃ- হলকের মধ্যখান হতে = আইন, হা - ع , ح
নং মাখরাজঃ- হলকের শেষভাগ হতে = গঈন, খ - غ , خ
নং মাখরাজঃ- জিহবার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে = ক্বাফ - ق
নং মাখরাজঃ- জিহবার গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর ওপরের তালুর সঙ্গে লাগিয়ে = কাফ - ك
নং মাখরাজঃ- জিহবার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে = ইয়া, শিন, জিম - ي , ش , ج
নং মাখরাজঃ- জিহবার গোড়ার কিনারা সামনের উপরের একপাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে = দোয়াদ - ض
নং মাখরাজঃ- জিহবার আগার কিনারা সামনের উপরের একপাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে = লাম - ل
নং মাখরাজঃ- জিহবার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে = নূন - ن
নং মাখরাজঃ- জিহবার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে = রা - ر
নং মাখরাজঃ- জিহবার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে = তা, দাল, তোয়া - ت , د , ط
নং মাখরাজঃ- জিহবার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে = যা, ছিন, সোয়াদ - ز , س , ص
নং মাখরাজঃ- জিহবার আগা সামনের উপরের দু্ই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে = ছা, যাল, যোয়া - ث , ذ , ظ
নং মাখরাজঃ- নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে = ফা - ف
নং মাখরাজঃ- দুই ঠোঁট হতে = মীম, বা, ওয়াও। (ওয়াও উচ্চারণের সময় দুই ঠোঁট গোল হবে): - م , ب , و
নং মাখরাজঃ- মুখের খালি জায়গা হতে = মদ্দের হরফ উচ্চারিত হয়। মাদ্দের হরফ তিনটি। ওয়াও, আলিফ ও ইয়া। হরফ و ا ي
যবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জযমওয়ালা ওয়াও এবং জেরের বাম পাশে জযমওয়ালা ইয়া। মাদ্দের হরফ এক আলিফ টেনে পড়তে হয়। যেমন- با , بُؤْ , بِئ (অবশ্য তিন আলিফ ও চার আলিফ মাদ্দ ও আছে। তবে সেগুলোর নিয়ম ভিন্ন যা আমরা মাদ্দের আলোচনায় পরে দেখব। ইনশা’আল্লা্হ)
নং মাখরাজঃ- নাকের বাঁশী হতে গুন্নাহ উচ্চারিত হয় = আন্না, ইন্না, আম্মা ইত্যাদি। اِنَّ , اَنَّ , اَم

4 comments:

Powered by Blogger.